World

প্রবল ভূমিকম্পে আতঙ্ক, মাত্রা ৭.৫, ভেঙে পড়ল প্রচুর বাড়ি

Published by
News Desk

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। শুধু ওই দ্বীপ বলেই নয়, ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জের বড় অংশেই এদিন প্রবল কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৭.৫। যা প্রবল ভূমিকম্প হিসাবেই ধরা হয়। এত বড় মাত্রার কম্পনের পরই সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও তা ঘণ্টা খানেক পর তুলেও নেওয়া হয়। তবে এখনও আতঙ্ক রয়েছে। কারণ আফটার শক হিসাবে আরও কম্পন হচ্ছে। তবে তার মাত্রা অত ভয়ংকর নয়। এদিনের ভূমিকম্পের কেন্দ্র ছিল সুলাওয়েসি দ্বীপ থেকে ৩৫ কিলোমিটার দূরে। জলের ৬ মাইল গভীরে ছিল উৎসস্থল।

শুক্রবার হওয়া এই কম্পনের জেরে ইতিমধ্যেই অনেক বাড়ি ভেঙে পড়েছে। অনেক মানুষ আহত হয়েছেন। তবে এখনও ক্ষয়ক্ষতি বা হতাহতের চিত্র পরিস্কার নয়। ইন্দোনেশিয়া প্রশাসনের তরফে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফাটল ধরা বাড়িগুলি থেকে দূরে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। প্রবল কম্পন ও আফটার শকের আতঙ্ক পেয়ে বসেছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া রিং অফ ফায়ারের ওপর অবস্থান করছে। ফলে সেখানে ভূমিকম্প হয়ে থাকে। তবে তীব্রতার ওপর নির্ভর করে ক্ষয়ক্ষতি। এদিন যে কম্পন হয়েছে তা বড় ধরণের কম্পন। তাই এখন প্রশাসনের তরফে দ্রুত বোঝার চেষ্টা চলছে পরিস্থিতির ভয়াবহতা। মানুষের প্রাণ বাঁচানো এখন সবচেয়ে বড় কাজ।

Share
Published by
News Desk
Tags: Indonesia

Recent Posts