Lifestyle

বিদেশের রাস্তায় বলিউডের সিনেমা স্ত্রী-র পেত্নী, হাতে লণ্ঠন

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভূত। তাও আবার যে সে ভূত নয়। একেবারে সুপারহিট বলিউড সিনেমার ভূত। স্ত্রী সিনেমার ভূতের দেখা মিলল বিদেশের রাজপথে।

বলিউডে বিভিন্ন সময়ে ভয়ের সিনেমা তৈরি হয়েছে। যাকে অনেকে ভূতের সিনেমা বলে থাকেন। তেমন সিনেমা শুধু তৈরিই হয়নি, তার অনেকগুলি সুপারহিটও হয়েছে। যার সাম্প্রতিক উদাহরণ স্ত্রী। যার দ্বিতীয় ভাগ, স্ত্রী ২-ও অনেকে দেখে ফেলেছেন।

সেই স্ত্রী সিনেমায় যে স্ত্রী ভূত নিয়ে দর্শকরা শিহরিত, সেই স্ত্রীর দেখা মিলল আমেরিকার রাস্তায়। প্রসঙ্গত দুনিয়া জুড়ে হ্যালোউইন উৎসব পালিত হয়েছে। এখনও তার রেশ রয়ে গেছে।

হ্যালোউইন হল পাশ্চাত্যের বাৎসরিক ভৌতিক উৎসব। যেখানে মানুষ ভূতের মত সাজেন, বাড়িঘর সেজে ওঠে ভৌতিক সাজে। সেখানেই এবার ভারতীয় ভূত সকলকে তাজ্জব করে দিল।

মার্কিন মুলুকের চেনা ভূত নয়। বরং বলা ভাল একেবারে দিশি ভূত। মানে ভারতের ভূত। স্ত্রী সিনেমার পর্দা থেকে যেন এই স্ত্রী ভূত উঠে এসেছে। যার পরনে রয়েছে লালের ওপর ভারী কাজ করা শাড়ি। ঘোমটা দিয়ে তার মুখ ঢাকা। চামড়া দেখা যাচ্ছেনা। যেটুকু দেখা যাচ্ছে সবটাই কুচকুচে কালো।

কালো পোশাক পরেই তা করা হয়েছে। হাতে ধরা আছে একটা নিবু আলোর লণ্ঠন। এভাবেই আস্তে আস্তে হেঁটে চলেছেন এক মহিলা। বলা ভাল মহিলা ভূত বা পেত্নী!

হ্যালোউইনের নতুন সাজ। যাকে দেখে অনেকেই রাস্তায় থমকে দাঁড়িয়ে পড়েন। চেনা হ্যালোউইন সাজ হলে হয়তো এতটা নজর কেড়ে নিতে পারতেন না।

তবে ওই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় মহিলা রীতিমত হইচই ফেলে দিয়েছেন স্ত্রী সিনেমার পেত্নীর সাজে হ্যালোউইন মাতিয়ে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখার পর তা হুহু করে ছড়িয়ে পড়ে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *