রাস্তার মাঝে অচেনা বস্তু, ছবি – সৌজন্যে – ইউটিউব – @CBS4IndyWTTV
শহরের ছন্দটা কিছুটা হলেও নষ্ট করেছিল একটা ঝড়। প্রবল ঝড় বয়ে যায় শহরের ওপর দিয়ে। এমন তো আগেও হয়েছে। তবে ঝড়ের সময় রাস্তায় থাকার ঝুঁকি নেন না কেউ। ঝড় থামলে ফের স্বাভাবিক জনজীবনে ফিরতে গিয়ে হোঁচট খান একটি রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষজন।
অবাক হন স্থানীয়রাও। কারণ ঝড়ের আগেও যা ছিলনা সেটাই এখন রাস্তার একটা ধার জুড়ে নজর কাড়ছে। একটি সাদা রংয়ের গোলাকার বস্তু। অতি বিশাল তার চেহারা।
সাদা রং আর গোলাকার আকৃতি দেখে মনে হয় যেন চোখের মণি। তবে দানবীয়। এটা এল কোথা থেকে? সেটাই তখন প্রধান প্রশ্ন হয়ে ওঠে। কেউ কেউ তো ধরেই নেন এটা নিশ্চয় ভিনগ্রহীদের যান বা তার অংশ। যা ঝড়ের টানে রাস্তায় চলে এসেছে।
আবার কেউ কেউ জানান এটি মহাকাশযানের থেকে তথ্য সংগ্রহের জন্য যে অ্যান্টেনা ব্যবহার হয় তার সুরক্ষা বলয়। এটি দিয়ে অ্যান্টেনাগুলিকে রক্ষা করা হয়। যাতে তা ঝড় বা কোনও প্রাকৃতিক দুর্যোগে নষ্ট না হয়।
কিন্তু যার কাজ ঝড় থেকে রক্ষা করা সে নিজেই তো ঝড়ের সঙ্গে উড়ে চলে এল মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার রাজধানী শহর ইন্ডিয়ানাপোলিসের রাস্তায়! যে শহরকে অধিকাংশ মানুষ ইন্ডি বলে চেনেন।
এই শহরের রাজপথে ঝড়ের সঙ্গে ভেসে আসা ওই রহস্যজনক বস্তুটি ঠিক কি তা অবশ্য প্রশাসনের তরফে পরিস্কার করা হয়নি। কিন্তু সেটি তুলে নিয়ে যাওয়া হয় একটা সময়ের পর।