World

বাড়ির সামনে তাকে দেখে দৌড় দিলেন বাসিন্দারা, অবাক প্রশাসনও

বাড়ির সামনে এমন কোনও অনাহুত অতিথিকে দেখলে চমক লাগতেই পারে। কিন্তু তাকে দেখে অন্য একটি কারণে অবাক শহরের প্রশাসনও।

Published by
News Desk

বাড়ির সামনে এমন একজনকে দেখা গেলে যে কেউ শিউরে উঠতে পারেন। এক্ষেত্রে তার অন্যথা হয়নি। দ্রুত খবর যায় পুলিশে। পুলিশ খবর পেয়েই হাজির হয়। তবে এই পুরো সময়ে তিনি তাঁর জায়গা ছেড়ে বিশেষ নড়েননি।

এটা অন্য কথা যে বাড়ি সহ পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছিল সে। আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। পুলিশ এসেও অবাক। এ জীবটির তো এখানে থাকার কথাই নয়। এখানে তাকে পাওয়া যায়না। সম্পূর্ণ বিদেশি।

অগত্যা বিদেশি পশু উদ্ধারকারীদের খবর দেওয়া হয়। তাঁরা এসে তাকে অবশেষে পাকড়াও করেন। যাকে পাকড়াও করা হয় তা আদপে একটি বার্মিজ পাইথন।

এই ধরনের পাইথন পাওয়া যায় বার্মা বা মায়ানমার, দক্ষিণ চিন, থাইল্যান্ড বা ইন্দোচায়না রাষ্ট্রে। তা আমেরিকার ইন্ডিয়ানাতে কীভাবে পৌঁছে গেল তা নিয়েই হতবাক পুলিশ।

এ সাপ তো এখানে পাওয়া যায়না। তাহলে সে এই বাড়ির সামনে এসে পৌঁছল কীভাবে? এখানেই খটকা লাগায় পুলিশ বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এটাও জানায় যে যদি এই সাপটি কারও হয় তাহলে তিনি যেন যোগাযোগ করেন।

সাপটির মালিকের কাছে খবরটি পৌঁছয়। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর ১৪ বছর বয়সের বার্মিজ পাইথনটি নেই। দ্রুত তিনি পুলিশের কাছে হাজির হন। সেখান থেকে সাপটিকে যেখানে উদ্ধার করে রাখা হয়েছিল সেখানে হাজির হয়ে সাপটিকে ফিরিয়ে নিয়ে যান। সাপটির অবশ্য কোনও ক্ষতি হয়নি। সে দিব্যি আছে।

Share
Published by
News Desk

Recent Posts