Categories: Sports

কলকাতা – ২, নর্থ ইস্ট – ১

Published by
News Desk

ভাল ফর্মে থাকা জন আব্রাহামের নর্থ ইস্ট ইউনাইটেডকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিল অ্যাটলেটিকো দে কলকাতা। এদিন শুরু থেকে কিন্তু নর্থ ইস্ট ভাল খেলাই উপহার দিয়েছে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম জুড়ে প্রথম থেকে বেশি নজর কাড়ছিল নর্থ ইস্টই। কলকাতার গোলের মুখে ভাল সুযোগও তৈরি করছিল তারা। যার নিট ফল ৩৯ মিনিটে আলফারোর করা গোল। কলকাতার গোলে বল জড়িয়ে চাপ আরও বাড়িয়ে দেয় তারা। প্রথমার্ধে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় কলকাতা।

খেলার ৬৩ মিনিটের মাথায় পস্টিগার গোলে খেলায় সমতা ফেরায় মলিনার দল। আর ৮২ মিনিটে কলকাতার বেলেনকোসোর শট নর্থ ইস্টের গোলে জড়াতেই গোটা স্টেডিয়ামে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। ১ গোলে পিছিয়ে থাকা কলকাতা খেলার প্রায় শেষে পৌঁছে ২-১ গোলে এগিয়ে যাওয়া যে ইঙ্গিত বহন করছিল সেটাই সত্যি হল। খেলা শেষে বাঁশি বাজা পর্যন্ত আর কলকাতার গোলমুখ খুলতে পারেনি নর্থ ইস্টের আপ্রাণ লড়াই। এদিনের জয়ের ফলে লিগ টেবিলের এক নম্বরে উঠে এল কলকাতা।

Share
Published by
News Desk

Recent Posts