Categories: Sports

কলকাতা – ০, মুম্বই – ১

Published by
News Desk

অপরাজিত আর থাকা হলনা কলকাতার। আইএসএলের প্রথম ৫টা ম্যাচে হারের মুখ দেখতে না হলেও ষষ্ঠ ম্যাচে ভেঙে গেল সেই রেকর্ড। মুম্বইের কাছে ১-০ গোলে ঘরের মাঠে হারল কলকাতা। এদিন প্রথম থেকে ভাল খেলাই দেখার সুযোগ পেয়েছেন দর্শকরা। তবে মুম্বইয়ের তারকা ফুটবলার দিয়েগো ফোরলানকে চোখে পড়ার মত কিছু লাগেনি। দ্বিতীয়ার্ধে কলকাতার আক্রমণের তেজ বাড়ে। তুলনায় অনেকটাই চাপে মনে হচ্ছিল মুম্বই এফসিকে।

কিন্তু মোটা টাকা খরচ করে ফোরলানকে দলে নেওয়ার সুফল দিনের শেষে পেল মুম্বই। খেলার ৭৯ মিনিটে সেই ফোরলানই কলকাতার গোলে বল জড়িয়ে দিলেন। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার। যা তাদের তুলে দিল লিগ টেবিলের একদম ওপরে। অন্যদিকে ঘরের মাঠে হেরে লিগ টেবিলের দ্বিতীয় স্থান থেকে পিছলে তৃতীয় স্থানে চলে গেল কলকাতা।

Share
Published by
News Desk

Recent Posts