Categories: Sports

কলকাতা – ১, দিল্লি – ০

Published by
News Desk

দিল্লিকে হারিয়ে আইএসএলের ভাল জায়গায় উঠে এল কলকাতা। এদিনের জয়ের জেরে কলকাতা ৫টি ম্যাচ খেলে পকেটে পুরে নিল ৯ পয়েন্ট। ৫ নম্বর স্থান থেকে লাফ দিয়ে উঠে এল ২ নম্বরে। আর ২০১৬ আইএসএলে কলকাতাই একমাত্র দল যারা এখনও হারের মুখ দেখেনি। এদিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ঘরের মাঠে খেলতে নেমে কলকাতা কিন্তু প্রথম থেকেই কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় মলিনার কলকাতাকে।

প্রথমার্ধে দুপক্ষের লড়াই ছিল কাটেকাটে। কেউ কাউকে একতিল জমি ছাড়েনি। আক্রমণ প্রতিআক্রমণে ৪৫ মিনিট খেলা চললেও কেউ কারও জালে বল জড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে কলকাতার আক্রমণে ঝাঁঝ বাড়লেও তাতে কাজের কাজ হয়নি। কাজ হল ৭৭ মিনিটে। ভাগ্যে শিকেয় ছেঁড়া পেনাল্টি থেকে দিল্লির জালে বল জড়াতে এতটুকু ভুল করেন নি অভিজ্ঞ হিউমের বুট। যদিও তার আগের ৪ মিনিটে মাঠে কলকাতার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। ৭৪ মিনিটে ২টি হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কলকাতা ফনসেকাকে। বাকি সময়টা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দিল্লির বিরুদ্ধে ১০ জনে লড়াই দেওয়াটা‌ই একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তার ঠিক এক মিনিট পর পেনাল্টি পায় দিল্লি। একে ১০ জনে খেলা, তার ওপর পেনাল্টি। কলকাতার দর্শকরা তখন প্রমাদ গুনতে শুরু করেছেন। ঠিক সেই সময় পেনাল্টির মত সুবর্ণ সুযোগ নষ্ট করেন দিল্লির মার্সেলো পেরেরা। হয়তো ওখানেই ঘুরে যায় কলকাতার ভাগ্যের চাকা। এর ঠিক ৩ মিনিটের মধ্যে ফের পেনাল্টি। এবার কলকাতা পক্ষে। যা কাজে লাগাতে এতটুকু ভুল করেননি হিউম। পরের ১৬ মিনিট ১০ জন নিয়ে কেবল বুদ্ধি করে সময় চুরি করে দিল্লিকে ক্রমশ চাপে ফেলে দেয় কলকাতা। যে চাপ থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি দিল্লি।

Share
Published by
News Desk

Recent Posts