SciTech

বছর শেষের আগেই মহাকাশে ফের একটি মাইলফলক তৈরি করতে চলেছে ভারত

২০২৫ সাল শেষ হতে আর বেশি দেরি নেই। তারমধ্যেই মহাকাশে ফের বিশ্বকে দেখিয়ে দেওয়ার মত ছাপ ফেলতে চলেছে ইসরো। গর্বিত হতে চলেছেন দেশবাসী।

১৯৭৫ সালে আর্যভট্ট দিয়ে শুরু। তারপর আর কখনও পিছন ফিরে তাকাতে হয়নি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে। আর্যভট্ট মহাকাশযান মহাকাশে পাড়ি দেওয়ার পর যে মহাকাশ যুগের সূচনা ভারতে ঘটেছিল তা আজও সাফল্যের সঙ্গে অব্যাহত।

২০১৭ সালে ভারত বিশ্বরেকর্ডও গড়ে। একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে বিশ্বকে চমকে দেয়। ইসরো এখনও পর্যন্ত ৩৪টি দেশের ৩৫৪টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পৌঁছে দিয়েছে। তার সঙ্গে নিজের উপগ্রহগুলি তো আছেই।

২০২৩ সালে ফের বিশ্বকে চমক দেয় ইসরো। পৃথিবীর প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে যান নামাতে সক্ষম হন ভারতের বিজ্ঞানীরা। এরপর সূর্যকে সারাক্ষণ নজরে রাখতে ও সেখান থেকে তথ্য সংগ্রহে পাড়ি দেয় আদিত্য-এল১ মিশন। এছাড়া মঙ্গলের মাটিতে না নামলেও মঙ্গলগ্রহকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করার লক্ষ্যে মঙ্গলযানও সাফল্যের সঙ্গে তার কাজ করে।

এভাবে মহাকাশে একের পর এক সাফল্যের পর এবার ভারত তাকিয়ে আছে গগনযান অভিযানের দিকে। একেবারে দেশিয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ইসরো।

সেই লক্ষ্যে ২০২৫ সাল শেষ হওয়ার আগেই তারা একটি মানবহীন গগনযান মহাকাশে পাঠাতে চলেছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা আইএএনএস। অবশ্যই পরীক্ষামূলক।

তবে এর সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করবে ইসরো কবে মানুষ পাঠাতে চলেছে মহাকাশে। প্রসঙ্গত এর আগেই ইসরো প্রধান জানিয়ে দিয়েছিলেন ভারতের গগনযান-এর কাজ ৯০ শতাংশই সম্পূর্ণ। এ থেকে পরিস্কার যে, যেকোনও সময় ভারত মহাকাশে মানুষ পাঠিয়ে বিশ্বকে নতুন চমক দিতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *