মহাকাশ থেকে মানুষ ফেরানোর পরীক্ষায় উত্তীর্ণ হল ইসরোর কর্মযজ্ঞ
মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত। তার আগে সবদিক নিশ্চিত করে নিতে চাইছেন ইসরোর বিজ্ঞানীরা। সেই পথে আরও এক অতি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে ফেললেন তাঁরা।
অন্তরীক্ষে বিচরণের সময় মহাকাশচারীরা যে ভয়ানক ঝুঁকির মধ্যে থাকেন সেটা সকলেরই জানা রয়েছে। কিন্তু তার চেয়েও বেশি বিপদের আশঙ্কা তৈরি হয় তাঁদের পৃথিবীতে ফিরে আসার সময়। কারণ তাঁরা যত পৃথিবীর কাছে পৌঁছতে থাকেন ততই ঝুঁকি বাড়তে থাকে।
এজন্যই মাটি বা জল ছোঁয়ার আগে প্যারাসুটের সাহায্য নেওয়া হয় মহাকাশচারীদের নিয়ে পৃথিবীতে ফেরা ক্যাপসুলকে সুরক্ষিত রাখতে। কিন্তু তীব্র গতির কারণে প্যারাসুটের দড়ি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
এবার সেই পরীক্ষাতেই সাফল্য পেল ইসরো। প্যারাসুটের মুখ্য ভূমিকা পরীক্ষা করে দেখল তারা। যা ইন্টিগ্রেটেড মেন প্যারাসুট এয়ার ড্রপ টেস্টেরই একটা অংশ। আর তাতে সফল হলেন বিজ্ঞানীরা।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গগনযান মিশনের জন্য তৈরি হচ্ছে। গত ৩ নভেম্বর ইসরো উত্তরপ্রদেশের ঝাঁসির ফায়ারিং ফিল্ড রেঞ্জে গগনযানের ক্রিউ মডিউলকে প্যারাসুটের সাহায্যে মাটিতে নামিয়ে আনার পরীক্ষা করে।
গগনযান মিশনটিতে সর্বমোট ১০টি প্যারাসুট রয়েছে। যাদের ৪ ভাগে ভাগ করা হয়েছে। অবরোহণ পদ্ধতিটি ২টি প্রধান সেপারেশন প্যারাসুটের মাধ্যমে শুরু হয়। এরপর ২টি ড্র্যাগ প্যারাসুট ক্রিউ মডিউলের গতি কমায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













