SciTech

চাঁদ বা মঙ্গলগ্রহে মানুষ থাকার ব্যবস্থা করতে ভারতে বিশেষ উদ্যোগ ইসরোর

আগামী দিনে মানুষ চাঁদে বা মঙ্গলগ্রহে থাকার কথা ভাবছে। সেই প্রস্তুতিতে শামিল হল ভারত। লাদাখে অভিনব উদ্যোগ নিল ইসরো। কিন্তু লাদাখই কেন সেটা বেশ আকর্ষণীয়।

পৃথিবীই শুধু নয়, মানুষ আগামী দিনে চাঁদে এবং মঙ্গলগ্রহে থাকার ব্যবস্থা করতে চাইছে। সেখানে জনবসতি গড়ে তুলতে চাইছে। তার প্রস্তুতি চলছে জোরকদমে। মহাকাশ বিজ্ঞানে শক্তিশালী দেশগুলি এই প্রস্তুতির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করছে। পরীক্ষা চালাচ্ছে।

সেই লক্ষ্যে এবার ভারত লাদাখে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল। লাদাখের টিসো কর উপত্যকাকে বেছে নিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। কেন ওই জায়গাকেই বেছে নেওয়া সেই কারণও বেশ চমকপ্রদ।

হিমালয়ান আউটপোস্ট ফর প্ল্যানেটরি এক্সপ্লোরেশন বা হোপ নামে এই উদ্যোগে সেখানে ৮ মিটার লম্বা থাকার জায়গা তৈরি করা হয়েছে। যেখানে ২ জন করে এই পরীক্ষায় শামিল হতে থাকবেন।

১০ দিন সেখানে থেকে থাকার অনুকূল পরিবেশ ও সুস্থভাবে থাকতে কি কি প্রয়োজন তা পরীক্ষা করে দেখবেন। এছাড়া ৫ মিটারের একটি ইউটিলিটি মডিউল তৈরি করা হয়েছে। যেখানে বাঁচার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য যন্ত্রপাতি থাকবে।

এখন প্রশ্ন হল চাঁদে বা মঙ্গলে থাকার উদ্যোগ গ্রহণে অন্য সব জায়গা ছেড়ে লাদাখের একটি উপত্যকা বেছে নেওয়া হল কেন? লাদাখের টিসো কর উপত্যকার পরিবেশ তার অন্যতম কারণ।

বলা হয় এখানকার পরিবেশ অনেকটা মঙ্গলগ্রহের মত। এখানে রয়েছে উচ্চমাত্রায় অতিবেগুনী তেজস্ক্রিয়তা। বায়ুমণ্ডলের চাপ এখানে অনেক কম। এছাড়া মঙ্গলগ্রহের মত এখানে অসহ্য ঠান্ডা। আর এখানকার উপরিস্তরের নিচের মাটিতে রয়েছে লবণাক্ত ভাব।

এই সবকটি বিষয় চাঁদে বা মঙ্গলের মাটিতে মানুষের বেঁচে থাকার সুবিধা অসুবিধার জানান দেবে। চাঁদ বা মঙ্গলের অচেনা এবং কঠিন পরিবেশে যাতে মানুষ টিকে থাকতে পারেন সে ব্যবস্থা পাকা করতেই এমন উদ্যোগে শামিল হল ভারত।

১০ দিন ব্যাপী এই হোপ নামে উদ্যোগ আন্তর্জাতিক স্তরেও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে পরীক্ষাকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

তুষার যুগের পর আচমকা জেগে উঠল সে, মাঝে পার হল ১২ হাজার বছর

সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…

November 26, 2025

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025