SciTech

পৃথিবীর ওপর নজর রাখতে মহাকাশে ভারতের উপগ্রহ

Published by
News Desk

পৃথিবীর ওপর নজর রাখা তার কাজ। আর সেই কাজ করতেই তার মহাকাশে যাওয়া। নাম এইচওয়াইএসআইএস। এর কাজই হবে বিশ্বের ওপর নজরদারি করা। এর সঙ্গেই ভারতের মহাকাশ যানে চড়ে মহাকাশে পৌঁছে গেল অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, মালয়েশিয়া সহ কিছু দেশের মোট ৩০টি উপগ্রহ। ২টি ভিন্ন কক্ষপথে ভারতের নিজের উপগ্রহ ও অন্য দেশের উপগ্রহগুলিকে প্রতিস্থাপিত করে চমকে দিয়েছে ইসরো।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আকাশে পাড়ি দেয় মহাকাশযানটি। মাত্র ১৭ মিনিট পরই ভারতের এইচওয়াইএসআইএস উপগ্রহকে সঠিক স্থানে প্রতিস্থাপিত করা হয়। ৫ বছরের আয়ু নিয়ে সেখানে পৌঁছে কাজ শুরু করল এইচওয়াইএসআইএস। এরপর একে একে বিদেশের উপগ্রহগুলিকেও সফলভাবে সঠিক জায়গায় পৌঁছে দেন ইসরোর বিজ্ঞানীরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: ISRO