SciTech

যুগান্তকারী উদ্যোগ, দেশের সীমান্তকে আরও সুরক্ষিত করতে এগিয়ে এল ইসরো

ভারতের সীমান্তকে সুরক্ষিত রাখতে, দেশকে সুরক্ষিত রাখতে এবার এগিয়ে এল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। যুগান্তকারী পদক্ষেপ নিল তারা।

Published by
News Desk

ভারতের ৩ দিকে জল। বাকি অংশ স্থলভাগ। যেখানে সীমান্ত কাঁটাতারে ভাগাভাগি করা। কোথাও আবার তাও নেই। যাতে বহিঃশত্রু ভারতের এই বিশাল সীমান্তের কোনও অংশ দিয়ে দেশে ঢোকার চেষ্টা না করতে পারে তার জন্য রয়েছে অতন্দ্র প্রহরা।

তবে সেই প্রহরাকে আরও শক্তি যোগাতে এবার এগিয়ে এল ইসরো। দেশের মহাকাশ গবেষণা সংস্থা আগামী ১৮ মে মহাকাশে পাঠাতে চলেছে রিস্যাট-১বি নামে একটি কৃত্রিম উপগ্রহ।

সি ব্যান্ড সিন্থেটিক অ্যাপারচার রাডার রয়েছে এই কৃত্রিম উপগ্রহে। যার মানে হল মহাকাশ থেকে এটি যে কোনও অবস্থায় পৃথিবীর উপরিভাগের ছবি তুলতে পারবে। তাও আবার অতি উচ্চ ক্ষমতাশালী ছবি। যাতে সবকিছু পরিস্কার দেখাবে।

এই যে কোনও অবস্থা বলতে বোঝানো হচ্ছে সেই সময় কোথাও যদি প্রবল বৃষ্টি হয়, মেঘে ঢাকা থাকে, ঘন কুয়াশা থাকে, অথবা নিকষ কালো অন্ধকার রাত হয়। এমন যাই পরিস্থিতি থাক না কেন, মহাকাশ থেকে রিস্যাট-১বি পৃথিবীর উপরিভাগের স্পষ্ট ছবি তুলে নেবে।

যা আগামী দিনে ভারতের সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

প্রসঙ্গত এর আগে অপটিক্যাল ক্যামেরা স্যাটেলাইট মহাকাশ থেকে ছবি তুলত ঠিকই, কিন্তু তা খারাপ আবহাওয়া বা রাতের অন্ধকার থাকলে তেমন পরিস্কার ছবি তুলতে অসমর্থ হত। রিস্যাট-১বি কাজ শুরুর পর সেই সমস্যাও মুছে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: ISRO