SciTech

বিরল কৃতিত্ব, মহাকাশ বিজ্ঞানে বিশ্বের ৬টি দেশের একটি ভারত

বিশ্বে ভারত ছাড়া মাত্র ৫টি দেশ এই কৃতিত্বের ভাগীদার। এ এক বিরল কৃতিত্ব সন্দেহ নেই। সেই কৃতিত্বের কথা এবার জানালেন ইসরোর চেয়ারম্যান।

Published by
News Desk

মহাকাশ গবেষণা বা মহাকাশ বিজ্ঞানে ভারত যে এখন বিশ্বের শীর্ষ তালিকায় মাত্র কয়েকটি দেশের সঙ্গে অবস্থান করে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর আগামী দিনে ভারত যে সব লক্ষ্য স্থির করেছে তাতে এই অবস্থান শুধু অটুট থাকবেনা, আরও শক্ত ভিতের ওপর দাঁড়াবে।

ভারত এখন মহাকাশ বিজ্ঞানে একটি বিশেষ কারণে বিশ্বের মাত্র ৬ দেশের তালিকায় জায়গা পেয়েছে। ভারত ছাড়া বিশ্বের মাত্র ৫টি দেশের হাতে এই প্রযুক্তি রয়েছে। যে তালিকায় রয়েছে রাশিয়া, আমেরিকা, চিন, ফ্রান্স ও জাপান। এছাড়া এই প্রযুক্তি রয়েছে কেবল ভারতের হাতেই।

ভারত সেই দেশ যাদের নিজস্ব দেশিয় ক্রায়োজেনিক প্রযুক্তি রয়েছে। একথা মাদ্রাজ আইআইটি-তে একটি গবেষণা কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে জানালেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন।

নারায়ণন জানান, ভারতের হাতে এখন সিই২০ ইঞ্জিন রয়েছে। তাও একেবারে নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এমন ৩ ধরনের ইঞ্জিন ভারতের হাতে রয়েছে। এদের মধ্যে একটি ক্রায়োজেনিক প্রযুক্তি আবার হিউম্যান রেটেড বলে দাবি করেন ইসরোর চেয়ারম্যান।

ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন, ছবি – আইএএনএস

প্রসঙ্গত হিউম্যান রেটেড মানে হল মহাকাশ বিজ্ঞানে এমন এক রকেট প্রযুক্তি যা মহাকাশে মানুষ পৌঁছে দিতে সক্ষম। ভারত হল এমন প্রযুক্তি হাতে থাকা বিশ্বের ষষ্ঠ দেশ।

নারায়ণন এও দাবি করেন যে ভারত এই প্রযুক্তির ক্ষমতা ও তা কতটা সঠিকভাবে কাজ করছে তা পরীক্ষা করেছে সবচেয়ে কম সময়ে। বিশ্বের অন্য কোনও দেশ এত কম সময়ে তাদের নিজস্ব প্রযুক্তির ক্রায়োজেনিক প্রযুক্তির সফল পরীক্ষা করতে পারেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: ISRO