SciTech

মহাকাশ বিজ্ঞানে ঐতিহাসিক সাফল্য, বিরলতম সম্মান অর্জন করল ভারত

মহাকাশ বিজ্ঞানে ভারত তার সক্ষমতার স্বাক্ষর রেখেই চলেছে। এবার তারা যে উচ্চতা ছুঁল তা ফের ভারতের মুকুটে নতুন পালক জুড়ে দিল।

Published by
News Desk

গত ৩০ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে উড়ে গিয়েছিল ভারতের পিএসএলভি সি৬০ রকেট। যা কক্ষে পৌঁছে দেয় ২টি আলাদা কৃত্রিম উপগ্রহকে। এই ২টি কৃত্রিম উপগ্রহের একটি ছিল এসডিএক্স০১ দ্যা চেসার এবং এসডিএক্স০২ দ্যা টার্গেট।

২টিরই ওজন ছিল ২২০ কেজি করে। আলাদা আলাদা ভাবে সে ২টি প্রতিস্থাপিত হয়। কিন্তু তা ছিল পৌঁছে দেওয়াটা। বাকি ছিল আসল কাজ। যে কারণে ২টিকে পাঠানো সেটি তখনই সফল হত যদি এ ২টিকে জুড়ে দেওয়া যায়।

সেটাই খুব সন্তর্পণে করতে হত। অবশেষে ২টিকে জুড়ে দিতে সক্ষম হল ইসরো। ফলে পূর্ণ হল স্পেস ডকিংয়ের কাজ। এই জুড়ে যাওয়ার পর ইসরোর লক্ষ্য পূর্ণ হল। আর এটি হওয়ার সঙ্গে সঙ্গেই ভারত পৃথিবীর চতুর্থ এমন দেশ হল যারা স্পেস ডকিংকে সম্পূর্ণ করার সাফল্য অর্জন করল।

এর আগে আমেরিকা, রাশিয়া এবং চিন মহাকাশে স্পেস ডকিং করতে পেরেছে। চতুর্থ দেশটি হল ভারত। অবশ্যই এ এক বিরলতম সম্মান। এক ঐতিহাসিক সাফল্য।

২টি কৃত্রিম উপগ্রহের এই সফল সংযুক্তির কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ইসরো। সেই সঙ্গে এ এক ঐতিহাসিক সাফল্য বলেও জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। কারণ মহাকাশে ডকিং প্রযুক্তি জটিল প্রযুক্তি।

সেখানে সাফল্য আগামী দিনে মহাকাশ বিজ্ঞানে এগিয়ে যাওয়া এবং গভীর মহাশূন্যে যান পাঠানোয় সুবিধার পথ খুলে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: ISRO