ইসরোর স্পেডেক্স মিশনে মহাকাশে অঙ্কুরোদগম, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @isro.dos
সবে মাত্র পৃথিবীকে চমকে দিয়েছে ভারত। মহাকাশে স্পেস ডকিং-এ সাফল্য পেয়েছে ইসরো। শ্রীহরিকোটা থেকে উড়েছিল স্পেডেক্স। পিএসএলভি সি৬০ রকেটে চেপে জোড়া মহাকাশযান মহাকাশে উড়ে গিয়ে স্পেস ডকিংয়ে সাফল্য পায়। যা এখনও বিশ্বের আর মাত্র ৩টি দেশ করে দেখাতে পেরেছে।
ভারতের এই সাফল্যের এক সপ্তাহও কাটল না। তার আগেই ফের চমক দিল ইসরো। ভরশূন্য অবস্থায় মহাশূন্যে প্রাণের সঞ্চার সম্ভব কিনা তা নিয়ে গবেষণা চলছে অনেকদিন ধরেই। এবার সেই গবেষণায় বড় অধ্যায় যোগ করে দিল ভারত।
স্পেডেক্স মহাকাশযানের অংশ হিসাবে গেছে পিএস৪ অরবিটাল এক্সপেরিমেন্ট মডিউল। যাকে ভারতীয় স্পেস ল্যাব বলা হচ্ছে। তাতে করে বরবটির বীজ পাঠিয়েছিলেন ভারতীয় বিজ্ঞানীরা। এটা দেখার জন্য যে তা থেকে অঙ্কুর বার হয় কিনা।
ভরশূন্য অবস্থায় কোনও বীজ থেকে এভাবে অঙ্কুর বার হওয়া সম্ভব কিনা তা নিয়েই গবেষণা করতে গিয়ে এবার দারুণ খুশি বিজ্ঞানীরা। অঙ্কুর হওয়ার পর এখন তাঁরা অপেক্ষা করছেন পাতা বার হয় কিনা তা দেখার।
তবে এই সাফল্য কিন্তু ইসরোকে আরও একধাপ এগিয়ে দিল। এই অঙ্কুর হতে মাত্র ৪ দিন সময় নিয়েছে বরবটিগুলি। হিসাব মত পৃথিবীতেও ৪ দিনই লাগে এতে অঙ্কুর দেখা দিতে।
তাদের এই সাফল্যের কথা এক্স হ্যান্ডলে জানিয়েছে ইসরো। প্রসঙ্গত ২০৩৫ সালে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার লক্ষ্যমাত্রা স্থির করেছে ভারত।