SciTech

বছর শেষে মহাকাশে নিজেদের জায়গা আরও পাকা করতে চলেছে ভারত

বছর শেষে মহাকাশে ভারত ফের তাদের এক সদর্প পদক্ষেপ লিখতে চলেছে। যা অবশ্যই ভারতের মুকুটে ফের এক নতুন পালক জুড়ে দেবে।

Published by
News Desk

মহাকাশে ভারত যে তাদের দৃপ্ত পদক্ষেপ ইতিমধ্যেই সুনিশ্চিত করেছে তা গোটা বিশ্বের জানা হয়ে গেছে। এবার সেই পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে তারা। আগামী দিনে মহাকাশে মানুষ পাঠানো শুরু করবে ভারত।

তাছাড়া ভারতের যেসব কৃত্রিম উপগ্রহ নিজেদের কক্ষে পাক খাচ্ছে ও তাদের কাজ করে চলেছে সেগুলির প্রয়োজনে সার্ভিসিং করানোর ব্যবস্থাও এবার মহাকাশেই পাকা করে ফেলা নিশ্চিত করে ফেলল ভারত।

ইসরোর স্পেস ডকিং এক্সপেরিমেন্ট স্পেডেক্স এবার নিজের জায়গা পাকা করতে চলেছে মহাকাশে। যা উড়ে যাবে ইসরোর পিএসএলভি সি৬০ রকেটে চেপে।

এটা ২টি কৃত্রিম উপগ্রহ নিয়ে তৈরি। যা সঠিকভাবে তার নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপিত হলে ভারত ফের ইতিহাসের পাতায় নিজের আরও এক অধ্যায় জুড়ে দেবে।

এখনও পর্যন্ত স্পেস ডকিংয়ে বিশ্বের মাত্র ৩টি দেশ সফল হয়েছে। রাশিয়া, আমেরিকা এবং চিন। ভারতের এই মিশন সফল হওয়া মানে ভারত হবে চতুর্থ এমন দেশ যারা মহাকাশে স্পেস ডকিং করে ফেলল। অবশ্যই তাই বছর শেষে ইসরোর এই মিশন বিশেষ গুরুত্বের দাবি রাখে।

ভারত মহাকাশে মানুষ পাঠানোর দোরগোড়ায় পৌঁছে গেছে। এমনকি মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করে ফেলার জন্য ২০৩৫ সালের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। এই অবস্থায় ভারতের মহাকাশে আনাগোনা আরও বাড়বে। সেক্ষেত্রে স্পেস ডকিং এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: ISRO