SciTech

অনন্য নজিরের দরজায় ভারত, সূর্যমুখী বিদেশি মিশনকে মহাকাশ স্পর্শ করাতে চলেছে ইসরো

মহাকাশকে স্পর্শ করতে ইউরোপিয়ান স্পেস এজেন্সি-র এখন ভরসা ইসরো। ইসরোই তাদের সূর্যমুখী মিশনকে মহাকাশ স্পর্শ করিয়ে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।

Published by
News Desk

মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইউরোপিয়ান স্পেস এজেন্সি-র একটা বড় ভূমিকা রয়েছে। সেই ইএসএ এবার একটি নতুন যান পাঠাতে চলেছে। যার কাজ হবে সূর্যের ম্রিয়মাণ করোনা-কে খুব কাছ থেকে পরীক্ষা করা। সোলার রিম-এর কাছে পৌঁছে একাজ করবে এই যান।

সূর্যকে আরও ভাল করে চেনার জন্য সূর্যের দিকে ছুটে যাবে এটি। সেই সূর্যমুখী যাত্রার প্রথম পদক্ষেপ হল পৃথিবীর মাটি থেকে মহাকাশে পৌঁছে যাওয়া। সফলভাবে মহাকাশে পৌঁছে যাওয়ার পর সেটি তার পথ ধরে মহাশূন্যে সূর্যের দিকে ধাবমান হবে।

তবে সবার আগে মাটি থেকে মহাকাশ একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ অতিক্রম করে যানটিকে মহাকাশে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

আগামী ৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা-র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে প্রোবা-৩ নামে এই যানটিকে নিয়ে মহাকাশের দিকে দৌড় দেবে ভারতীয় রকেট। ভারতীয় রকেট পিএসএলভি-এক্সএল-এ চেপে এই প্রোবা-৩ বিকেল ৪টে ৩ মিনিটে পাড়ি দেবে মহাকাশের দিকে। মহাকাশে সব বাধা পার করে পৌঁছে যাওয়ার পর বিশাল পথ সে অতিক্রম করবে।

প্রোবা-৩ যানটি বেলজিয়াম থেকে চেন্নাই বিমানবন্দরে আসে। তারপর সেখান থেকে ট্রাকে করে সেটিকে শ্রীহরিকোটার স্পেস পোর্ট-এ নিয়ে যাওয়া হয়।

সঙ্গে ছিলেন ইএসএ-র বিজ্ঞানীরাও। যাঁরা এখন ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে উড়ান নির্বিঘ্নে শেষ করার যাবতীয় প্রস্তুতিতে ব্যস্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: ISRO