SciTech

প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট পৌঁছতে আকাশ ছোঁবে ইসরো, পাশে ইলন মাস্কের মহাদানব

প্রত্যন্ত গ্রামে এখনও ইন্টারনেট পরিষেবা শক্তিশালী নয়। তাকে শক্তিশালী করে তুলতে হবে। এজন্য ইসরো পাশে পেল ইলন মাস্কের দানবকে।

Published by
News Desk

ভারতে ইন্টারনেট পরিষেবাকে আরও সর্বত্রগামী ও শক্তিশালী করে তুলতে উদ্যোগী হল ইসরো। এছাড়া ভারতের মধ্যে যে বিমান উড়ে বেড়াচ্ছে, সেই বিমানে যাত্রাকালীন সময়ে যাতে ইন্টারনেট পরিষেবা পেতে কারও অসুবিধা না হয় তার ব্যবস্থাও পাকা করতে চাইছে ইসরো।

এজন্য তারা তৈরি করেছে একটি অতিবিশাল কৃত্রিম উপগ্রহ। জিএসএটি-এন২ বা জিস্যাট-এন২ নামে এই কমিউনিকেশন উপগ্রহটি মহাকাশে তার নির্দিষ্ট কক্ষে প্রতিস্থাপিত হয়ে গেলে তার কাজ শুরু হবে।

যা উপকৃত করবে দেশের প্রত্যন্ত গ্রামে বসে ইন্টারনেট পরিষেবা চাওয়া প্রতিটি মানুষকে। মেটাবে বিমানে উড়ে চলা মানুষের ইন্টারনেটের প্রয়োজনীয়তাকে। কিন্তু তার জন্য তাকে আকাশে তো পৌঁছতে হবে। আর সেখানেই যত সমস্যা।

ভারতের যে রকেটটি সবচেয়ে বেশি ভারী টেনে মহাকাশে পৌঁছে দিতে পারে তার সর্বোচ্চ ক্ষমতা ৪ হাজার কেজি তুলে নিয়ে যাওয়ার। ইসরোর মার্ক-৩ হল ভারতের ঝুলিতে থাকা সবচেয়ে ভারী কিছু মহাকাশে পৌঁছে দেওয়ায় সমর্থ একটি রকেট। যা ৪ হাজার কেজির ওপর তুলতে অক্ষম।

কিন্তু জিস্যাট-এন২-র ওজন হয়েছে ৪ হাজার ৭০০ কেজি। ফলে তাকে মহাকাশে পৌঁছে দেবে কে? এক্ষেত্রে ইসরো বেছে নিয়েছে ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার ফ্যালকন ৯ রকেটকে।

প্রসঙ্গত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও এখন মহাকাশে যাই পাঠানোর হোক অধিকাংশ ক্ষেত্রে ফ্যালকনকেই ভরসা করছে। এবার ফ্যালকন ৯ মহাদানবীয় রকেটে করেই ইসরো তার মহাদানবীয় চেহারার কৃত্রিম উপগ্রহকে মানবসেবায় মহাকাশে পাঠাতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk