SciTech

শুক্র অভিযানে সঙ্গী পেল ভারত, হাত মেলাল চতুর্থ সুখী দেশ

ইসরোর শুক্র অভিযানে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। সেই শুক্র যাত্রায় এবার তারা পাশে পেয়ে গেল আর এক দেশকে। যা অবশ্যই ইসরোর জন্য বড় পাওনা।

Published by
News Desk

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তার জয়ধ্বজা উড়িয়ে এবার নতুন অভিযানে। যদিও গত সপ্তাহ পর্যন্ত ইসরো একটু দোলাচলে ছিল। কেন্দ্র এই মিশনে ছাড়পত্র দেয় কিনা সেদিকে নজর রেখেছিল তারা।

সেই ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভা দিয়েছে। ফলে আর কোনও বাধা রইল না। শুক্র অভিযান হচ্ছে। এবার সেই শুক্র অভিযানে ইসরো পাশে পেয়ে গেল আর এক দেশকেও। যারা ইসরোর সঙ্গে হাত মিলিয়ে এই অভিযানে সঙ্গী হচ্ছে।

ইসরোর এই মিশনের নাম ভেনাস অরবিটার মিশন। শুক্রগ্রহের কাছে পৌঁছে এবার ইসরো পরীক্ষা করবে। জানার চেষ্টা করবে শুক্রের আবহাওয়া, তার ভূতত্ত্ব, নানাধরনের বৈজ্ঞানিক তথ্যাবলী।

এই মিশনে তারা এটাও পরীক্ষা করবে যে সূর্য থেকে ছুটে আসা তড়িতাহিত কণার সঙ্গে শুক্রগ্রহের আবহাওয়া ও এক্সোস্ফিয়ারে কি ধরনের বিক্রিয়া হয়। ঠিক এই কাজেই ইসরোর পাশে দাঁড়িয়েছে সুইডেন।

সুইডিশ ইন্সটিটিউট অফ স্পেস ফিজিক্স একটি হালকা ওজনের যন্ত্র দিচ্ছে যা এই বিক্রিয়া সম্বন্ধে খোঁজখবর দিতে পারবে। আগামী ২০২৮ সালে ইসরো শুক্রগ্রহ অভিযানে যান পাঠাতে চলেছে। অন্তত এখনও তেমনই স্থির হয়েছে।

এই অভিযানের জন্য কেন্দ্র ১ হাজার ২৩৬ কোটি টাকা ধার্য করেছে। যার মধ্যে কেবল মহাকাশযানটিতেই খরচ হবে ৮২৪ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দের সিংহভাগ খরচ হবে শুক্রগ্রহে পাঠানোর জন্য যে মহাকাশযান ব্যবহার হবে তার পিছনেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: ISROSweden