National

ভারতের নজরদারি উপগ্রহের সফল উৎক্ষেপণ, সঙ্গে গেল ১৪ দেশের ন্যানো উপগ্রহ

Published by
News Desk

এটি হল পিএসএলভি-র ৪০তম উড়ান। শুক্রবার সকাল ৯টা ২৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেয় ভারতের এই মহাকাশযান। বয়ে নিয়ে গেল ৩১টি কৃত্রিম উপগ্রহ। ভারতের নজরদারি উপগ্রহ কার্টোস্যাট-২এস উপগ্রহটির কাজ হবে মূলত ভারতের আশপাশের দেশগুলির ওপর নজর রাখা। সেটিই ছিল মুখ্য। এছাড়া ৩০টি ন্যানো স্যাটেলাইট উড়িয়ে নিয়ে গেছে পিএসএলভি। যারমধ্যে ১টি ভারতের। বাকি ২৯টি মোট ১৪টি দেশের। যারমধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, লাটভিয়া, অস্ট্রিয়া, চিলি, বেলজিয়াম, ফিনল্যান্ড, চেক রিপাবলিক, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়ার কৃত্রিম উপগ্রহ। তবে ছোট আকারের। সবমিলিয়ে ওজন ছিল ৯৫৫ কেজি। উৎক্ষেপণের ১৬ মিনিট পর নিজের কক্ষপথে ঠিকঠাক প্রতিস্থাপিত হয় উপগ্রহগুলি। ভারতের একমাত্র ন্যানো স্যাটেলাইটটি বানিয়েছে কন্যাকুমারীর নুরুল ইসলাম ইউনিভার্সিটির ছাত্ররা।

 

Share
Published by
News Desk