সূর্যের দিকে পাড়ি জমাতে তৈরি হচ্ছে আদিত্য-এল১, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @isro.dos
চাঁদের মাটিতে সফল অবতরণ করে কার্যত বিশ্বকে চমকে দিয়েছে ভারত। মহাকাশ বিজ্ঞানের অন্যতম শক্তি হিসাবে চিহ্নিত করা হচ্ছে ভারতকে। চাঁদে ভারতের রোভারের পথচলা শুরুর পর এবার সূর্যের দিকে ছুটে যেতে চলেছে ইসরোর যান আদিত্য-এল১। যা আগেই ইসরো জানিয়েছিল।
চাঁদে নামার পরপরই প্রায় উড়ে যাবে সূর্যের দিকে আদিত্য-এল১। কিন্তু কবে? সে প্রশ্ন ছিল ভারতবাসীর। সে প্রশ্ন ছিল বিশ্বেরও। ভারতের এই সূর্য ছোঁয়ার উৎক্ষেপণ কবে তা এদিন স্পষ্ট করে দিল ইসরো।
ইসরোর তরফে জানানো হয়েছে, আদিত্য-এল১ সূর্যের দিকে পাড়ি দেবে আগামী ২ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস পোর্ট থেকে আদিত্য-এল১ পাড়ি দেবে মহাকাশে।
মহাকাশ থেকে সূর্যকে নিরীক্ষণ করাই হবে এই যানের কাজ। শ্রীহরিকোটা থেকে বেলা ১১টা ৫০ মিনিটে এই যান পাড়ি দেবে সূর্যকে আরও ভাল করে জানতে।
যানটির নাম আদিত্য দেওয়ার পিছনে কিন্তু কারণ আছে। ভারতীয় পুরাণ অনুসারে সূর্যের দেবতার নাম আদিত্য। আদিত্য-এল১ এরপর ৪ মাস ধরে ছুটে চলবে সূর্যের পানে। ১৫ লক্ষ কিলোমিটার যাত্রা করবে সে।
তারপর এমন জায়গায় পৌঁছবে যেখানে সূর্যকে সারাক্ষণ স্পষ্ট দেখা যাবে। তার সামনে কোনও বাধা এসে সূর্যকে ঢেকে দেবেনা। মানে গ্রহণ জাতীয় কিছুর সামনে পড়তে হবে না আদিত্যকে।
সর্বক্ষণ সূর্যকে পর্যবেক্ষণ করে তথ্য পাঠাবে আদিত্য। যা বিজ্ঞানীদের সূর্যকে খুব ভাল করে জানতে সাহায্য করবে। তাই ফের ভারতীয় মহাকাশ বিজ্ঞানের মুকুটে নতুন পালক লাগতে চলেছে। যা এখন সময়ের অপেক্ষা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা