National

শতবর্ষের পথচলা পূর্ণ হল ১ টাকার নোটের

Published by
News Desk

৩০ নভেম্বর, ১৯১৭। রাজা পঞ্চম জর্জের ছবি দেওয়া ১ টাকার নোট ভারতে চালু করে তদানীন্তন ব্রিটিশ সরকার। রূপোয় টান পড়ায় কাগজের নোট চালু হয়। সেই শুরু। তার মাঝে অবশ্য বিভিন্ন কারণে বন্ধ হয়েছে পথচলা। তবে চিরতরে বন্ধ হয়নি। হয়েছে সাময়িক সময়ের জন্য।

যেমন ১৯১৭ সালে বাজারে ১ টাকার নোট চালু হওয়ার পর ছাপার বিপুল খরচ সামলাতে ১৯২৬ সালে এই নোট ছাপা বন্ধ হয়ে যায়। ১৯৪০ সালে এই নোট ফের চালু হয়। কিন্তু ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তা কিছু সময়ের জন্য ফের বন্ধ হয়ে যায়।

এরপর ফের চালু হয়ে ১ টাকার নোট ছাপা বন্ধ হয় ১৯৯৪ সালে। যা ২০১৫ সালে ছোট নোট হিসাবে ফেরত আসে। ১ টাকার নোট অন্য যে কোনও নোটের থেকে কিছুটা আলাদা। প্রথমত এটি প্রমিশরি নোট নয়, একটি একটি মুদ্রা।

এতে অন্যান্য নোটের মত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকেনা। থাকে অর্থ সচিবের সাক্ষর। ১ টাকার নোটের আরও একটা বৈশিষ্ট্য হল এটা রিজার্ভ ব্যাঙ্ক ছাপে না। ছাপে কেন্দ্রীয় সরকার। সেই এক টাকার নোট বৃহস্পতিবার শতবর্ষ পূর্ণ করল। এই ১০০ বছরের পথচলায় ৩ বার এর নকশা বদল করা হয়েছে।

Share
Published by
News Desk