Categories: Kolkata

শিয়ালদহের সব ট্রেন ১২ কামরার করার প্রস্তাব

Published by
News Desk

শিয়ালদহ স্টেশনের সব লোকাল ট্রেনকে ১২ কামরার করার প্রস্তাব গেল রেল বোর্ডের কাছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। সূত্রের খবর সব স্টেশনে ১২ কামরার বগি দাঁড় করানোর জন্য কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম লম্বায় বাড়ানোর প্রস্তাবও পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে তার জন্য খরচের হিসাবও।

বোর্ড এই প্রস্তাবে সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে কাজ। অফিস টাইমে শিয়ালদহ স্টেশনে দূরদূরান্ত থেকে মানুষের আসা যাওয়ার চাপ ক্রমশ বাড়ছে। ট্রেনগুলিতে রাত পর্যন্ত বাদুড়ঝোলা ভিড় হচ্ছে। ভিড়ে বহু মানুষ অসুস্থ বোধ করেন। কামরা বাড়লে এই সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে মনে করছেন রেল কর্তারা। একই অভিমত যাত্রীদেরও।

Share
Published by
News Desk

Recent Posts