State

ভুল ঘোষণার অভিযোগ, সোদপুর স্টেশনে তুলকালাম

সকাল ১০টার শিয়ালদহমুখী গেদে লোকাল। অফিস টাইমের ট্রেন। যা মিস করা চলবে না কোনোমতেই। অন্যান্য দিনের মতই যে কোনওভাবে বাদুড়ঝোলা ট্রেনে ঠেলেঠুলে উঠে পড়তে প্রস্তুত ছিলেন নিত্যযাত্রীরা। কোন প্ল্যাটফর্মে গেদে লোকাল আসবে তা জানতে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের দিকে কান ছিল সকলের। ২ নম্বর প্ল্যাটফর্মে গেদে লোকাল আসার ঘোষণা শুনতেই স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে অনেকেই পড়িমরি করে লাফিয়ে পড়েন লাইনের ওপর। অভিযোগ, লাইনে নামতেই কার্যত যাত্রীদের ঘাড়ের ওপর হুড়মুড়িয়ে এসে পড়ে ডাউন কল্যাণী গ্যালোপিং লোকাল। যে ট্রেনটির স্টেশনে আসার আগাম কোনও ঘোষণা করা হয়নি বলে দাবি নিত্যযাত্রীদের।

তাই, প্ল্যাটফর্মে দাঁড়ানো যাত্রীদের চিৎকারে কোনওরকমে ২ নম্বর প্ল্যাটফর্মের লাইন ছেড়ে সরে দাঁড়ান যাত্রীরা। আর একটু হলেই ট্রেনের ধাক্কায় রক্তারক্তি কাণ্ড ঘটে যেত! তাছাড়া ট্রেনে ওঠার সময় বিভ্রান্তি তৈরি হয় যাত্রীদের মধ্যে। ভুল ট্রেনে উঠে পড়ায় অনেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে জখম হন। যাত্রীদের অভিযোগ, ভুল ঘোষণার কারণে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারত এদিন। এই অভিযোগে বুধবার সকালে কুরুক্ষেত্রের চেহারা নেয় উত্তর ২৪ পরগনার সোদপুর স্টেশন। শয়ে শয়ে বিক্ষুব্ধ যাত্রী এদিন স্টেশন চত্বর অবরোধ করেন। সকাল ১০টা থেকে বেলা ১২টা অবধি চলে স্টেশনের কেবিন, টিকিট কাউন্টার, হকারদের স্টল ও ট্রেন ভাঙচুর। ক্ষুব্ধ জনতা ইট, পাথর ছোঁড়া শুরু করেন রেলকর্মীদের টার্গেট করে। অভিযোগ, ইটের ঘায়ে মাথা ফেটে জখম হন কয়েকজন যাত্রী ও রেলকর্মী। নিত্য যাত্রীদের পাল্টা দাবি, হকাররা উল্টে তাঁদের মারধর করেছেন। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, শুধু এদিন নয়, এর আগেও বারবার সোদপুর স্টেশনে ভুলভাল ঘোষণা হয়েছে। যার ফলে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদেরকেই। যদিও অবরোধকারীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সোদপুর স্টেশন কর্তৃপক্ষ।

এদিকে প্রায় ২ ঘণ্টা অবরোধের জেরে থমকে যায় শিয়ালদহ মেন লাইনের ট্রেন পরিষেবা। যাত্রাপথের মাঝখানে দাঁড়িয়ে পড়ে বহু লোকাল ট্রেন। ফলে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। ব্যস্ত সময়ে রেল অবরোধের জেরে কালো মাথার স্রোত আছড়ে পড়ে বিটি রোডে। ভিড়ের গুঁতোয় এদিন বাস পেতে হা-পিত্যেশ করতে হয়েছে প্রায় সকলকেই। যাও বা বাস পাওয়া গেছে, তাতে তিলধারণের জায়গাটুকু ছিল না। অফিসযাত্রী ও কলেজ পড়ুয়ারা বেশ কয়েকবার ব্রেক জার্নি করে নাকানিচোবানি খেয়ে গন্তব্যে পৌঁছন।

বেলা ১২টার দিকে রণক্ষেত্র সোদপুর স্টেশনের অবস্থা আয়ত্তে আনতে এসে পৌঁছয় রেল পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। বেলা সাড়ে ১২টার পর আপ ও ডাউন লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু ততক্ষণে অফিস টাইম কার্যত পার করে গেছে।

News Desk

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

সিংহ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025