State

জেলায় জেলায় রেল অবরোধ, থমকে ট্রেন, নাকাল যাত্রীরা

Published by
News Desk

১৬ দফা দাবিতে ঝাড়খণ্ড দিশম পার্টি ও বিভিন্ন আদিবাসী সংগঠনের ভারত বন্‌ধে ট্রেন চলাচলে প্রভাব পড়ল বাংলায়। সকাল থেকেই বিভিন্ন স্টেশনে শুরু হয় বন্‌ধ সমর্থকদের রেল অবরোধ। এমনিতেই ঘন কুয়াশার জেরে ট্রেন দেরিতে চলছে। নাকাল হতে হচ্ছে যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা এমনকি একদিনেরও বেশি দেরিতে গন্তব্যে পৌঁছচ্ছে বিভিন্ন ট্রেন। তার ওপর রেল অবরোধ দেরি আরও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন স্টেশনেই আটকে পড়ে দূরপাল্লার অনেক গাড়ি। ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে থেকে হয়রানির শিকার হন যাত্রীরা।

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মালদহ, উত্তর দিনাজপুর সহ বিভিন্ন জেলায় ভোর হতেই পথ অবরোধ শুরু হয়। যার জেরে পদাতিক থেকে দার্জিলিং মেল, বহ্মপুত্র এক্সপ্রেস থেকে পুরুলিয়া এক্সপ্রেস সহ একগুচ্ছ ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে। সকালে বর্ধমান কর্ড শাখায় ঝাপানডাঙা স্টেশনে অবরোধ হয়। সকাল সাড়ে আটটা নাগাদ সেই অবরোধ তুলে দেয় আরপিএফ। এর জেরে সকালের বহু ট্রেন সময়ে যাতায়াত করতে পারেনি। লোকাল ট্রেনেও প্রভাব পড়ে অবরোধের। বেশ কিছু জায়গায় পথ অবরোধও হয়। সব মিলিয়ে যাত্রী হয়রানিতে অনুঘটকের কাজ করল এদিনের রেল অবরোধ।

Share
Published by
News Desk