State

শিয়ালদহ ডায়মন্ডহারবার লাইনে রেল অবরোধ

Published by
News Desk

শনিবারের দুপুরে শিয়ালদহ-ডায়মন্ডহারবার শাখায় স্তব্ধ হয়ে গেল ট্রেন চলাচল। দেউলা স্টেশনে অবরোধের জেরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে ‌যায়। সূত্রের খবর, স্টেশনে টিকিট পরীক্ষক টিকিট পরীক্ষা করছিলেন। সেসময়ে এক মহিলা ‌যাত্রীর কাছে টিকিট না থাকায় তিনি ফাইন করেন। তাতেই শুরু হয় তাণ্ডব।

কেন ফাইন করা হল তা জানতে চেয়ে পরীক্ষককে ঘিরে ধরেন অনেক ‌যাত্রী। রেল সূত্রের খবর, বিনা টিকিটের যাত্রীরাই এই কাণ্ড ঘটান। এখানেই শেষ নয়, ক্ষুব্ধ যাত্রীরা এরপরই রেল অবরোধ শুরু করেন। স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

Share
Published by
News Desk