State

ভাঙচুর, রেল অবরোধ, রণক্ষেত্র বারুইপুর স্টেশন

Published by
News Desk

স্টেশন ও স্টেশন লাগোয়া রেললাইনের ধারের বেআইনি নির্মাণ সোমবার ভেঙে দেয় রেল পুলিশ। তার জেরেই সপ্তাহের প্রথম দিনে কার্যত স্তব্ধ হয়ে গেল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন। সোমবার বিকেলে রেল লাইনের ধারের বাসিন্দাদের তৈরি ৬টি স্টেশন লাগোয়া টয়লেট ভেঙে দেয় রেল পুলিশ। তারই প্রতিবাদে বারুইপুর স্টেশনে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। তছনছ করে দেওয়া হয় স্টেশন। স্টেশন ম্যানেজারের ঘরে ভাঙচুর হয়। টিকিট কাউন্টার ভেঙে তছনছ করে দেওয়া হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। অবশেষে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীদের অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল। বিকেলের পর বজবজ ও ক্যানিং শাখায় ট্রেন চললেও বাকি শাখা স্তব্ধ ছিল। ফলে বহু অফিস ফেরত মানুষ ভিড় জমাতে থাকেন শিয়ালদহ স্টেশনে। অনেকে বিকল্প পথে বাড়ি ফেরার চেষ্টা চালান। সন্ধের দিকে শিয়ালদহ দক্ষিণের স্টেশন চত্বরে দাঁড়াবার জায়গা পর্যন্ত ছিল না। রাত সাড়ে ৮টার পর আস্তে আস্তে ফের চালু হয় ট্রেন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে গভীর রাত হয়ে যায়।

Share
Published by
News Desk