State

অফিস টাইমে গোঘাটে রেল অবরোধ, নাকাল যাত্রীরা

Published by
News Desk

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে যাত্রী অবরোধে উত্তাল হয়ে ওঠে হুগলির গোঘাট রেলস্টেশন। গত মঙ্গলবার গোঘাট স্টেশনের কাছে কালীপুর রেলব্রিজের ওপর এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ ওই তরুণীকে খুন করা হয়েছে। এই খুনের কিনারার দাবিতে এবং রাতের ট্রেনে নিরাপত্তার দাবিতে টানা ২ ঘণ্টা চলে অবরোধ।

অভিযোগ রাতে হাওড়া থেকে গোঘাটগামী ট্রেনের মহিলা কামরায় থাকে না নিরাপত্তারক্ষী। ফলে প্রতিদিনই মহিলাদের আতঙ্কের সফর করতে হয়। এদিন সব অভিযোগই একসঙ্গে অবরোধ হয়ে ঝরে পড়ে। অবশেষে গোঘাট থানার পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। কিন্তু ঘটনার সঠিক তদন্ত না হলে নিত্যযাত্রীরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন। এদিকে রেল অবরোধের জেরে নাকাল হতে হয় অনেক নিত্যযাত্রীকে।

Share
Published by
News Desk