State

ট্রেনের ধাক্কায় মৃত ১, দুর্গানগর স্টেশনে ধুন্ধুমার

Published by
News Desk

শনিবার রাতে স্তব্ধ হয়ে গেল বনগাঁ লাইনে ট্রেন চলাচল। দুর্গানগরের কাছে লাইন পার করার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ ব্যক্তির। ২ জন গুরুতর আহত হন। এরপরই যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। দুর্গানগর স্টেশনে অবরোধ করা হয়। স্টেশনে উত্তেজিত জনতা ভাঙচুরও চালানোর চেষ্টা করেন।

অবরোধের জেরে ৮ টা ২৩ মিনিটের বনগাঁ লোকাল শিয়ালদহ স্টেশন থেকে ছাড়লেও তারপরের সব ট্রেন থমকে যায়। বহু যাত্রী শিয়ালদহ সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়েন। অনেকে বিকল্প পথে বাড়ি ফেরেন। শেষমেশ রাত পৌনে ১০টা নাগাদ অবরোধ উঠে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগে।

Share
Published by
News Desk