Kolkata

এ মাসেই সোনায় মোড়া ইতিহাস লিখতে চলেছে হাওড়া

ভারতীয় রেলের সর্ববৃহৎ রেলস্টেশন হাওড়া। অনেক ইতিহাসের সাক্ষী। অনেক ইতিহাস রচনা হয়েছে এখানে। সেই হাওড়া ফের এক নতুন ইতিহাস লিখতে চলেছে এ মাসেই।

হাওড়ার ঝুলিতে ভারতীয় রেলের ইতিহাসের অনেক সোনায় লেখা অধ্যায় রয়েছে। যা ভারতের রেল মানচিত্রে হাওড়াকে একদম অন্য উচ্চতার স্থান দিয়েছে। সেই হাওড়া স্টেশনে ফের একটি ইতিহাস লেখা হতে চলেছে। তাও আবার এই চলতি জানুয়ারিতেই।

ইতিমধ্যেই বন্দে ভারত স্লিপার ট্রেনটি তার যাবতীয় পরীক্ষায় সফল হয়েছে। এতদিন যা ছোট রুটে শুয়ে ভ্রমণের সুবিধা ছাড়াই ছুটছিল, তা আগামী দিনে অপেক্ষাকৃত দূরপাল্লায় ছুটবে। যাত্রীরা পাবেন শুয়ে ভ্রমণের সুবিধা। যা ভারতে তার দৌড় শুরু করার অপেক্ষায়।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন বছরে সেই ঘোষণাই করে দিলেন। জানিয়ে দিলেন ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন দৌড় শুরু করতে চলেছে। চালু হবে হাওড়া ও গুয়াহাটির মধ্যে। ফলে রেলের ইতিহাসে নাম তুলতে চলেছে পশ্চিমবঙ্গ ও অসম।

ট্রেনটির শুভ সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেটাও এই চলতি জানুয়ারি মাসেই। ১৬ কামরার এই ট্রেনটিতে ১১টি থ্রি টায়ার এসি কোচ থাকবে। ৪টি টু টায়ার এসি কোচ থাকবে। আর প্রথম শ্রেণির কামরা থাকবে ১টি। ট্রেনটি সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে। ট্রেনটি আধুনিকতম একগুচ্ছ সুযোগ সুবিধা দিতে চলেছে যাত্রীদের।

এই ট্রেন চালু হলে অসমের কামরূপ মেট্রোপলিটন এবং বঙ্গাইগাঁও আর পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলা উপকৃত হবে।

আর এটা বলাই বাহুল্য যে এই ট্রেন কলকাতাবাসীর জন্য একটা দারুণ উপহার হতে চলেছে। রেলমন্ত্রী এও জানিয়েছেন যে ২০২৬ সাল রেল যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বছর হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *