কবে থেকে ভারতে ছুটবে বুলেট ট্রেন, বছরের শুরুতেই দেশবাসীকে বড় উপহার দিলেন রেলমন্ত্রী
নতুন বছরে ভারতবাসীর জন্য একটা বড় প্রাপ্তির কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুলেট ট্রেন কবে থেকে ছুটবে তার দিন জানা গেল।
গতির দুনিয়ায় পরিবহণে গতি আনার চেষ্টা বিশ্বজুড়েই চলছে। বিশ্বের কয়েকটি দেশে রেল যোগাযোগে বড় ভরসা এখন বুলেট ট্রেন। যার গতি নজরকাড়া। ফলে গন্তব্যে পৌঁছতে ঠায় আর ট্রেনে বসে থাকা নয়, অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছনো সম্ভব হচ্ছে।
সেই লক্ষ্যেই আহমেদাবাদ ও মুম্বইয়ের মধ্যে শুরু হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা। যার কাজ চলছে পুরোদমে। কাজ তো চলছে। কবে থেকে সেই কাজ শেষ করে পথচলা শুরু করবে এই বুলেট ট্রেন?
এ প্রশ্ন আপামর দেশবাসীর। যার উত্তর এতদিন তাঁদের কাছে ছিলনা। অবশেষে তাঁরা একটা তারিখ জানতে পারলেন। যেদিন থেকে চালু হতে পারে বুলেট ট্রেন পরিষেবা। দিনটাও সাধারণ দিন নয়।
জাপানি প্রযুক্তির সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হতে চলা এই ৫০৮ কিলোমিটার ব্যাপী হাইস্পিড রেল রুট অনেকটাই তৈরি হয়ে গেছে। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রী জানান, ২০২৭ সালের ১৫ অগাস্ট থেকে পথচলা শুরু করতে চলেছে বুলেট ট্রেন।
ভারতের প্রথম বুলেট ট্রেনের যাত্রা শুরু হবে দেশের স্বাধীনতা দিবসের দিন। বোঝাই যাচ্ছে চলতি বছরে কোনও সম্ভাবনা নেই। সামনের বছরের ১৫ অগাস্ট, অর্থাৎ এখনও প্রায় ১ বছর ৭ মাস পর চালু হবে এই পরিষেবা। তবে বুলেট ট্রেনের পথচলা শুরুর কথা সামনে আসার পর অনেক রাজনৈতিক দলই বুলেট ট্রেন চালু হওয়াকে সাধুবাদ জানিয়েছে।













