National

জল পরীক্ষা দিয়ে পাশ করল বন্দে ভারত স্লিপার, নতুন ইতিহাস লেখার অপেক্ষায় রেল

বন্দে ভারত স্লিপার এবার জল পরীক্ষা দিয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হল। যা রেলের আর এক নবযুগের সূচনা করল। ইতিহাস রচনার দরজায় ভারতীয় রেল।

বন্দে ভারতকে দূরপাল্লার যাত্রায় আগামী দিনে কাজে লাগাতে চায় ভারতীয় রেল। তাও আবার আধুনিক গতির যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রবল গতির ট্রেন বানিয়ে। সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেন এবার তার পরীক্ষা দিল। কোটা নাগদা সেকশনে এই পরীক্ষায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল জল পরীক্ষা। যে পরীক্ষার ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

কি এই জল পরীক্ষা? বন্দে ভারতের স্লিপার ট্রেন পরীক্ষায় সময় গতি নিয়ে যায় ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। কয়েক মুহুর্তে তার চেয়েও একটু বেশি। এই গতি কত থাকছে তা একটি যন্ত্রের মাধ্যমে তুলে ধরার পাশাপাশি যন্ত্রের সামনে জল ভরা কাচের গ্লাস রাখা ছিল।

Indian Railways
বন্দে ভারতের জল পরীক্ষা, ছবি – সৌজন্যে – এক্স – @AshwiniVaishnaw

কামরার জানালার ধারে ৩টি জল ভরা কাচের গ্লাস রেখে তার ওপর একটি জল ভরা কাচের গ্লাস ভারসাম্য বজায় রেখে রাখা হয়েছিল। তারপর দেখা হয় ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ট্রেনটি যখন ছুটছিল তখন ভরা জলের গ্লাস থেকে একটুও জল ছলকে পড়ে কিনা। দেখা যায় জল পড়েনি। কিন্তু ট্রেন ১৮০-র জায়গায় ১৮২ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও পৌঁছে যায়।

ভারতীয় প্রযুক্তির এ এক অসামান্য উদাহরণ। ট্রেনটি দূরপাল্লার যাত্রার জন্য তৈরি করা হয়েছে। ১৬ কামরার এই ট্রেনটিতে যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর দেওয়া হয়েছে। বার্থ ভাল, রয়েছে আধুনিক সাসপেনশন সিস্টেম, রয়েছে সিসিটিভি নজরদারি, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় দরজা, উন্নত বাথরুম।

এছাড়া আগুন লাগা রুখতে একাধিক ব্যবস্থা। থাকছে ট্রেন সুরক্ষার কথা মাথায় রেখে কবচ সুরক্ষা। শীততাপ নিয়ন্ত্রিত কামরায় থাকছে জীবাণু নাশক ব্যবস্থা। রয়েছে আরও নানা প্রযুক্তিগত সুযোগ সুবিধা।

সব মিলিয়ে বন্দে ভারত স্লিপার আত্মনির্ভর ভারতের এক উপযুক্ত উদাহরণ হতে চলেছে আগামী দিনে। যা ভারতীয় রেলের ইতিহাসে এক নয়া অধ্যায় রচনা করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *