National

হাতির ধাক্কায় ছিটকে গেল রাজধানী এক্সপ্রেসের ৫টি কামরা, ঘটল দুঃখজনক ঘটনা

হাতির ধাক্কায় ছিটকে গেল গতিতে থাকা রাজধানী এক্সপ্রেসের ৫টি কামরা। যা ঘটল তার পরিণতি হয়েছে অত্যন্ত দুঃখজনক। মাঝরাতে ঘটে ঘটনাটি। হেল্পলাইন খুলল রেল।

ট্রেনের সঙ্গে হাতি বা অন্য কোনও বন্যপ্রাণির ধাক্কার ঘটনায় লাগাম দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে রেল। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সংঘর্ষ আটকাতে আগামী দিনেও নানা পরিকল্পনা রয়েছে রেলের। কিন্তু এতকিছু করেও জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া রেলপথে বন্যপ্রাণির সঙ্গে রেলের সংঘর্ষ আটকানোর নাম নিচ্ছে না।

এবার একটি হাতির পাল রেললাইন পার করার সময় সেখানে এসে পড়ল দুরন্ত গতিতে থাকা রাজধানী এক্সপ্রেস। তারপর সেই গতিতে ট্রেনটি ধাক্কা মারে হাতির পালে। ধাক্কায় সাইরাং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ৫টি কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে যায়। লাইনচ্যুত হয় ইঞ্জিনটিও।

অন্যদিকে হাতির পালে রেলের ধাক্কার পর অনেক হাতিও আশপাশে ছিটকে পড়ে। কমপক্ষে ৭টি হাতির প্রাণ কেড়ে নিয়েছে এই ধাক্কা। একটি শাবক হাতি গুরুতর আহত।

সাইরাং-নয়াদিল্লি রাজধানী মিজোরামের রাজধানী শহর আইজলের কাছে সাইরাং থেকে নতুন দিল্লির আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত যায়। এই ট্রেনটি দিল্লির দিকেই ছুটে যাচ্ছিল।

রাত সওয়া ২টো নাগাদ অসমের হোজাই এলাকা দিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় হাতির পালের বড় ক্ষতি হলেও ৫টি কামরায় থাকা কোনও যাত্রীর কোনও ক্ষতি হয়নি।

তবে রেলের তরফে যাত্রীদের সম্বন্ধে যাবতীয় তথ্যের জন্য হেল্পলাইন নম্বর খুলে দেওয়া হয়। এদিকে রাজধানীর কামরা লাইনচ্যুত হওয়া ও হাতির পালের সঙ্গে ধাক্কার জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *