National

নতুন বছরের উপহার, যাত্রীদের শোওয়ার চিন্তা কমাল রেল

ট্রেনের নন এসি কামরায় যাঁরা যাত্রা করেন তাঁদের বাড়তি সুবিধার বন্দোবস্ত করল রেল। তাঁদের ট্রেনে শোওয়ার চিন্তা অনেকটা দূর করল রেল। তবে দেশের সর্বত্র নয়।

ট্রেনে যাঁরা সফর করেন তাঁরা ভালই জানেন অধিকাংশ দূরপাল্লার ট্রেনেই এসি কামরার সঙ্গে সঙ্গে স্লিপার ক্লাস কামরাও থাকে। যেখানে শীততাপ নিয়ন্ত্রণের সুবিধা পাওয়া যায়না। যাত্রীরা কিছু কম খরচে এই স্লিপার কামরায় যাতায়াত করতে পারেন।

এখন তাঁদের যাত্রার সময় ট্রেনে শোওয়ার জন্য বেডশিট এবং মাথার আরামের জন্য মাথার বালিশ নিয়ে উঠতে হয়। ফলে বাড়তি লাগেজ তাঁদের বহন করতে হয়। যা এসি কামরার যাত্রীদের করতে হয়না। কারণ তাঁদের এগুলি রেলই দিয়ে দেয়।

আগামী ১ জানুয়ারি থেকে বেডশিট ও মাথার বালিশ স্লিপার শ্রেণির যাত্রীদেরও দেবে রেল কর্তৃপক্ষ। তবে তার জন্য সামান্য অর্থ ব্যয় করতে হবে। বেডশিটের জন্য ২০ টাকা এবং ওয়াড় সহ মাথার বালিশের জন্য ৩০ টাকা খরচ করতে হবে তাঁদের।

এই সুযোগ চালু হওয়া মানে বালিশ, বেডশিট বহনের ঝক্কি অনেকটাই কমবে স্লিপার শ্রেণিতে সফর করা যাত্রীদের। তবে দেশের সর্বত্র এই সুবিধা আপাতত চালু হচ্ছেনা।

দক্ষিণ রেলের চেন্নাই ডিভিশনে এই সুবিধা আপাতত চালু করা হচ্ছে। চেন্নাই ডিভিশনের ১০টি এক্সপ্রেস ট্রেনে সফর করার সময় ১ জানুয়ারি ২০২৬ থেকে স্লিপার শ্রেণির যাত্রীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। যাত্রীদের সফরকে আরও সুন্দর করতে ভারতীয় রেল নানা পদক্ষেপ গ্রহণ করে। এই ব্যবস্থা চালু হলে একাংশের যাত্রীর অবশ্যই সুবিধা বাড়বে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *