National

দেশে এই প্রথম রেললাইনের মাঝেই তৈরি হবে বিদ্যুৎ

দেশে এই প্রথম রেললাইনের মাঝে বিদ্যুৎ তৈরির ব্যবস্থা হল। এই উদ্যোগ অভিনব। যা আগামী দিনে মেট্রো রেল সহ রেলের বিদ্যুতের চাহিদা অনেকটা মেটাতে সাহায্য করবে।

২টি লাইনের মাঝে একটা ফাঁক থাকে। যেখানে থাকে স্লিপার পাতা। পড়ে থাকে পাথরের টুকরো। এবার এই ফাঁককে বিদ্যুৎ তৈরির জন্য কাজে লাগাতে শুরু হল এক অভিনব পরীক্ষা।

ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন এই উদ্যোগ নিয়েছে। রেললাইন ফাঁকে এবার ভরিয়ে দেওয়া হয়েছে সোলার প্যানেলে। ৭০ মিটার পথ এভাবে সোলার প্যানেল দিয়ে ভরে দেওয়া হয়েছে।

২ ধার দিয়ে যেমন লাইন গেছে, তেমনই যাবে, মাঝের ফাঁকে বসেছে সোলার প্যানেল। ২৮টি সোলার প্যানেল বসানো হয়েছে। যা বছরে ১৭ হাজার ৫০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। সূর্যের রশ্মি যেমন খোলা জায়গায় পড়ে তেমনই এই সোলার প্যানেলেও পড়বে। সেখান থেকেই তৈরি হবে সৌর বিদ্যুৎ।

এটি আপাতত পরীক্ষামূলক ভাবে গাজিয়াবাদের দুহাই ডিপোতে বসানো হয়েছে। পরখ করা হচ্ছে কার্যকারিতা। এই পরীক্ষা সফল হলে তা নিয়ে বৃহত্তর ভাবনা শুরু করা হবে।

অদূর ভবিষ্যতে এই ব্যবস্থা মেট্রো রেলের বিদ্যুতের চাহিদা অনেকটা মেটাতে সাহায্য করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এই ব্যবস্থা সফল হয়ে তার ব্যাপক ব্যবহার শুরু হলে তা বাতাসে কার্বন ডাই অক্সাইড নির্গমনেও অনেকটা লাগাম দেবে।

আপাতত বিষয়টি পরীক্ষার স্তরে। তবে ভারতজুড়েই এখন সৌর বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। অনেকে বাড়ির ছাদ বা বাগানেও সোলার প্যানেল বসিয়ে বাড়ির বিদ্যুতের চাহিদা মেটাচ্ছেন। আবার উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডকেও দিচ্ছেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *