Feature

অনেক ট্রেনের কামরার গায়ে ইভি লেখা থাকে, এর বিশেষ কারণ থাকে, যা অবাক করতে পারে

ট্রেনে যাঁরা সফর করেন তাঁদের অনেকে কোনও ট্রেনের কামরার গায়ে ইংরাজি হরফে ইভি লেখাটা দেখতে পারেন। এর মানে কিন্তু ওই কামরা সম্বন্ধে বিশেষ তথ্য দেয়।

ট্রেনে সফর করার সময়, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময়, অনেক যাত্রীর নজর কাড়ে কিছু ট্রেনের কামরার গায়ে গায়ে ইংরাজি হরফে ইভি কথাটা বড় বড় করে লেখা আছে। এই লেখাটার কিন্তু বিশেষ অর্থ রয়েছে। যা ওই কামরা সম্বন্ধে অনেক কিছু বলে দেয়।

ইভি লেখার মানে একবার জেনে গেলে যে কেউ বুঝে যাবেন ওই কামরা আসলে কি এবং কেন তৈরি হয়েছে। এতে যাত্রীদের কী সুবিধা হবে তাও ওই লেখাই পরিস্কার করে দেয়। এই ধরনের কামরায় সফরের খরচও আলাদা।

ইভি লেখা কামরা মানে কি সেটা এবার জেনে নেওয়া যাক। ভারতীয় রেলে নানাধরনের কামরা হয়। সেসব কামরায় নানাধরনের সুযোগ সুবিধা থাকে। কিছু কামরা হয় ভিস্টাডোম। এই ধরনের কামরা হয় বিলাসবহুল। যার মাথাটা কাচের হয়। যা দিয়ে উপরের আকাশ দেখা যায়।

তাছাড়া এই কামরায় যে জানালা থাকে তা ট্রেনের অন্যান্য কামরার জানালার থেকে বড় হয়। যাতে বাইরেটা পরিস্কার দেখতে পাওয়া যায়। এই কামরায় যাত্রীদের বসার জন্য যে চেয়ার থাকে তা এদিক ওদিক ঘোরানো যায়।

কার্যত ওই চেয়ারে বসে চাইলে ৩৬০ ডিগ্রি ঘুরে যেতে পারেন যাত্রী। এই ধরনের কামরা সেইসব ট্রেনে থাকে যে ট্রেনগুলি পাহাড়ি জায়গা বা সবুজে ঢাকা প্রকৃতি বা পাহাড় ঝর্ণার মাঝখান দিয়ে যায়। যে যাত্রায় চোখ জুড়িয়ে দেওয়া প্রকৃতিকে তারিয়ে উপভোগ করার সুযোগ থাকে যাত্রীদের কাছে।

এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেইভাবে ট্রেনের এই কামরা তৈরি করা হয়। যাতে যতটা সম্ভব বেশি প্রকৃতিকে দেখতে পান যাত্রীরা। এটাই হল ইভি কামরা। ইভি অর্থাৎ এক্সিকিউটিভ ভিস্টাডোম।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *