১১ দিনের টানা সফরে যাত্রীদের গঙ্গাসাগরও ঘোরাবে রেল, বিশেষ ট্রেনে অন্য ভ্রমণের হাতছানি
১১ দিন ধরে ট্রেনে নানা জায়গা ঘুরে দেখার সুযোগ এবার হাতের মুঠোয়। এই ঘোরানোর তালিকায় রয়েছে গঙ্গাসাগরও। এছাড়া রয়েছে পুরী, বারাণসী, অযোধ্যা সহ নানা তীর্থস্থান।
ভারতীয় রেলের তরফে পর্যটকদের জন্য একটি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হল। দেশের বিভিন্ন ধর্মস্থান ঘুরে দেখতে আগ্রহী পর্যটকদের জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে রেল। এই যাত্রাপথে পর্যটকরা ২টি জ্যোতির্লিঙ্গ, গঙ্গাসাগর, পুরী সহ অন্যান্য তীর্থস্থান ঘুরে দেখতে পারবেন।
আগামী ৪ নভেম্বর মধ্যপ্রদেশের ইন্দোর থেকে ‘ভারত গৌরব পর্যটক ট্রেন’ চালু হতে চলেছে। মধ্যপ্রদেশের তীর্থযাত্রীদের এই ট্রেন ধরতে সুবিধা হবে। আইআরসিটিসি দ্বারা ভারতীয় রেলের এই পুরো যাত্রাপথটি পরিচালনা করা হবে। এটি দীর্ঘ ১১ দিনের তীর্থযাত্রা।
ট্রেনটি ইন্দোর থেকে পুরী, গঙ্গাসাগর, দেওঘরের বৈদ্যনাথ ও কাশী বিশ্বনাথের অভিমুখে রওনা দেবে। এই ট্রেনটি মধ্যপ্রদেশের ইন্দোর ও উজ্জয়ীনী ছাড়াও অন্যান্য স্টেশন থেকে যাত্রীদের তুলবে।
১১ দিনের এই যাত্রায় পুরী, গঙ্গাসাগর, গয়া, বারাণসী এবং অযোধ্যার সব দর্শনীয় স্থান ভ্রমণের তালিকায় থাকবে। যাত্রায় স্লিপার ইকোনমি শ্রেণির যাত্রী পিছু ১৯ হাজার ৯৯০ টাকা, এসি থ্রি টায়ারের যাত্রী পিছু ৩২ হাজার ৪৫০ টাকা এবং এসি টু টায়ারের যাত্রী পিছু ৪২ হাজার ৭৫০ টাকা খরচ ধার্য করা হয়েছে।
যাত্রীরা বিশেষ এলএইচবি রেকে আরামদায়ক যাত্রা, খাওয়াদাওয়া, লাক্সারি বাসে ভ্রমণ, হোটেলে থাকার ব্যবস্থা, যাত্রী বীমা থেকে নানা পরিষেবা সহ সবরকম সুবিধা পাবেন। ভারতীয় রেলের এই নতুন ভাবনায় এক অন্যরকম সফরের আনন্দ উপভোগ করতে পারবেন যাত্রীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













