অনলাইনে সিঙ্গারার দাম দিতে ব্যর্থ রেল যাত্রীকে মার বিক্রেতার, কাড়া হল ২ হাজার টাকার ঘড়ি
এক রেল যাত্রী স্টেশনে ট্রেন থামলে সিঙ্গারা কিনেছিলেন। কিন্তু অনলাইনে দাম মেটাতে সমস্যা হয়। তাতেই সিঙ্গারা বিক্রেতার হাতে মার খেতে হল তাঁকে।

রেলে সফরকালে অনেকেই বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়ালে এটা ওটা খাবার কিনে থাকেন। স্টেশনে ট্রেন থামলে এক যাত্রী প্ল্যাটফর্মে নেমে সিঙ্গারা কেনেন। সিঙ্গারার দাম অনলাইনে মিটিয়ে দিতে গিয়ে তিনি দেখেন পেমেন্ট ব্যর্থ হচ্ছে। সেটা নেটওয়ার্কের সমস্যা হতেই পারে।
২০ টাকার সিঙ্গারা। সেটাই কিনেছিলেন তিনি। কিন্তু ২০ টাকা কিছুতেই অনলাইনে পেমেন্ট করতে পারছিলেননা। অগত্যা তিনি বিক্রেতার কিউআর কোডটির ছবি তুলে নেন। নেটওয়ার্ক পেলেই মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেন।
এতে চটে যান সিঙ্গারা বিক্রেতা। তিনি সোজা ওই যুবক যাত্রীর কলার চেপে ধরেন। তাঁকে কলার ধরেই টেনে নিয়ে যান। এদিকে ট্রেন তখন ছেড়ে দিচ্ছে। ওই যাত্রীকে ট্রেনে উঠতেই হবে। কিন্তু ওই সিঙ্গারা বিক্রেতা ছাড়বেন না।
ওই যুবক যখন বোঝেন যে আর দেরি হলে ট্রেন ছেড়ে দেবে, তখন তিনি উপায় না দেখে হাতে থাকা হাজার দুয়েক টাকার স্মার্টওয়াচটি খুলে বিক্রেতাকে দিয়ে দেন। সেই ঘড়ি হাতে পেয়ে যাত্রীকে ট্রেনে ওঠার জন্য ছেড়ে দেন ওই সিঙ্গারা বিক্রেতা।
এই ঘটনায় কোনও যাত্রী মধ্যস্থতার চেষ্টা না করলেও ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা ছড়িয়ে পড়তে বিশেষ সময়ও নেয়নি। মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশনের এই ঘটনায় ফের রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে ঘটনাটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জানাজানি হতে তা রেল কর্তাদেরও নজরে পড়ে। দ্রুত ওই সিঙ্গারা বিক্রেতার রেল চত্বরে সিঙ্গারা বেচার লাইসেন্স বাতিল করে রেল। অন্যদিকে রেল পুলিশ তাঁকে গ্রেফতারও করেছে।