ট্রেনে যাত্রীদের ঘুম এবার আরও স্বস্তির ও শান্তির হতে চলেছে, রেলমন্ত্রীর বার্তায় তেমনই ইঙ্গিত
দীর্ঘ ট্রেন যাত্রায় যাত্রীদের ঘুমোতে তো হয়ই। বিশেষত রাতে। সেই ঘুম যাতে আরও স্বস্তির ও শান্তির হতে পারে সেই ব্যবস্থার পথে হাঁটা শুরু করল ভারতীয় রেল।

দূরপাল্লার ট্রেনে যাত্রীদের জন্যে কম্বলের ব্যবস্থা থাকে। কিন্তু প্রতিনিয়ত সেই কম্বল ব্যবহার নিয়ে অনেক যাত্রীর মনে অস্বস্তি কাজ করে। একটা কিন্তু কিন্তু ভাব কাজ করে। একই কম্বল বিভিন্ন যাত্রী ব্যবহার করেই চলেছেন বলে অভিযোগ থাকে।
বিভিন্ন সময়ে যাত্রীদের কাছ থেকে কম্বল নিয়ে অভিযোগ পাওয়ার পর রেল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তারা এবার কম্বলের বিষয়ে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। এতে যাত্রীরা খুশি হবেন বলেই রেলের তরফে আশা করা হচ্ছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী দিনে যাত্রীদের কম্বলের সঙ্গে সঙ্গে তার ওয়াড়ও দেওয়ার কথা ভাবছে রেল। এতে রেলের দেওয়া কম্বল ব্যবহার করা নিয়ে যাত্রীদের মধ্যে যে সংশয় কাজ করে তা কমবে বলেই মনে করছেন তিনি।
বর্তমানে যাত্রীদের কম্বলের সঙ্গে তার ওয়াড় দেওয়া নিয়ে একটি পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। একটিমাত্র ট্রেনে এই সুবিধা শুরু করে দেখা হচ্ছে তার ফল কি হয়। এই মুহুর্তে শুধুমাত্র জয়পুরের একটি ট্রেনেই যাত্রীদের কম্বলের সঙ্গে তার ওয়াড় দিচ্ছে রেল।
এই পাইলট প্রকল্প সফল হলে আগামী দিনে দেশজুড়ে সব দূরপাল্লার ট্রেনেই কম্বলের সঙ্গে তার ঢাকা বা ওয়াড় দেওয়া চালু করতে পারে রেল। আর তা বাস্তবায়িত হলে সিংহভাগ যাত্রীই খুশি হবেন বলে মনে করছেন সকলে।
প্রসঙ্গত শুধুমাত্র এই সুবিধা ছাড়াও রেলের তরফে যাত্রীদের জন্য বিভিন্ন স্টেশনে নানা সুবিধা দেওয়া হচ্ছে। যাত্রীদের সময়মত সঠিক তথ্য দেওয়ার জন্য ডিসপ্লে বোর্ড লাগানো থেকে প্ল্যাটফর্ম মেরামতি ও সৌন্দর্যায়ন অবধি কোনকিছুই বাদ যাচ্ছেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা