National

বন্দে ভারতের স্লিপারে যুক্ত হচ্ছে অভিনব সুবিধা, নতুন মাইলফলক ছোঁবে যাত্রী স্বাচ্ছন্দ্য

বন্দে ভারত ট্রেনের নতুন স্লিপার কোচে যুক্ত হচ্ছে এক অভিনব সুবিধা। এই সুবিধা সব বয়সের মানুষের জন্যই স্বাচ্ছন্দ্যপূর্ণ হতে চলেছে। যা স্বস্তিরও।

দূরপাল্লার ট্রেনগুলিতে একমাত্র কমবয়সী ছাড়া সকলেই উপরের বার্থে উঠতে বিরক্ত বোধ করেন। একে তো উপরতলায় ওঠানামার বিরাট সমস্যা, তার উপর আবার সেখান থেকে ভালভাবে কিছুই দেখাও যায়না।

তাই টিকিট বুকিংয়ের সময় সচরাচর কেউ ওই বার্থগুলি নিতে চান না। এটাও দীর্ঘদিনের অভিযোগ যে সিঁড়ির ব্যবস্থা ঠিকঠাক না থাকায় বয়স্ক মানুষদের জন্য আপার বার্থে পৌঁছনো একটা চ্যালেঞ্জের সমান।

তবে এবার এই অসুবিধা থেকে মুক্তি দিতে চলেছে রেল কর্তৃপক্ষ। নতুন বন্দে ভারত স্লিপার কোচে ভারতীয় রেল বয়স্কদের কথা ভেবে নতুন ব্যবস্থা আনতে চলেছে। এতে উপরের বার্থে ওঠানামার জন্য এমনভাবে সিঁড়ির ব্যবস্থা করা হচ্ছে যাতে যে কোনও বয়সের যাত্রীই সহজে উপরে উঠতে পারবেন। এমন সিঁড়ি এখন কোনও ট্রেনেই নেই।

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কাইনেট রেলওয়ে সলিউশনস বন্দে ভারতে এই নতুন ব্যবস্থা আনতে চলেছে। বন্দে ভারত ভারতের রেল যাত্রায় একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। সেই ট্রেনে এই নতুন ব্যবস্থা চালু হলে যাত্রীদের কাছে তা আরও আকর্ষণীয় হবে।

আগামী বছরই বন্দে ভারতে এই সুন্দর সিঁড়ির ব্যবস্থা চালু হবে। বন্দে ভারতে আপার বার্থে পৌঁছনোর সিঁড়ি ভারতের রেল যাত্রীদের কাছে অবশ্যই এক অভিনব পাওনা হবে। যা বন্দে ভারত দিয়ে শুরু হয়ে হয়তো সব ট্রেনেই জায়গা করে নেবে। বিশেষত যে কোনও নতুন স্লিপার কোচে এই সিঁড়ি যাত্রীদের অনেকটা নিশ্চিন্ত করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *