National

ট্রেনের জানালায় বসা মহিলার হাত থেকে ফোন ছিনিয়ে নিলেন আরপিএফ অফিসার

ট্রেনে এক মহিলা বসেছিলেন। কথা বলছিলেন ফোনে। সেই সময় প্ল্যাটফর্মে থাকা এক আরপিএফ আধিকারিক আচমকা তাঁর ফোনটি ছিনিয়ে নেন। তারপরেও ওই আধিকারিককে হিরো বলছেন সবাই।

ট্রেনে সফরে অফুরান সময় হাতে থাকে। তখন এর তার সঙ্গে ফোনে কথা বলতে অনেকেই পছন্দ করেন। এতে সময় কাটে। স্লিপার শ্রেণিতে সফররত এক মহিলা জানালার ধারে বসেছিলেন। স্টেশনে তখন ট্রেনটি দাঁড়িয়ে।

এমন সময় দেখা যায় এক আরপিএফ আধিকারিক আস্তে আস্তে তাঁর দিকে এগিয়ে আসেন। মহিলা সেটা টেরও পাননি। আচমকা ওই আধিকারিক মহিলার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেন।

হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিতে ওই ব্যক্তির এতটুকুও সময় লাগেনি। ফোন ছিনিয়ে নিয়েছেন কেউ, এটা বুঝতে পেরে ওই মহিলা চেঁচিয়ে ওঠেন। ওই আরপিএফ আধিকারিককে ফোনটি ফেরত দিয়ে দেওয়ার অনুরোধও করেন।

আরপিএফ আধিকারিক ফোনটি ছিনিয়ে নিলেও সেখান থেকে পালিয়ে যাননি। বরং সেটি নিয়ে প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ছিলেন। ফোনটি তিনি ফেরতও দিয়ে দেন মহিলাকে।

তারপর ওই মহিলাকে বোঝান যে এমন অসতর্কতার জন্যই বিভিন্ন সময়ে চোরা প্ল্যাটফর্ম থেকে ট্রেনের জানালায় বসা যাত্রীর কাছ থেকে ফোন ছিনিয়ে পালিয়ে যায়। আরপিএফ থাকলেও নিজে যদি একটু সতর্ক থাকা যায় তাহলে এমন চুরির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এটা ওই মহিলাকে বুঝিয়ে বলেন তিনি।

এই ঘটনাটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর সেটি অনেক মানুষের কাছে পৌঁছ যায়। অনেকেই ওই আরপিএফ আধিকারিককে কার্যত সুপারহিরোর মর্যাদা দিয়েছেন। তিনি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিতে পেরেছেন এজন্য তাঁকে বাহবাও জানান অনেকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *