National

দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করল রেল এবং সিমেন্ট

বিরল মুহুর্তের সাক্ষী হলেন দেশবাসী। ইতিহাসের পাতায় যুক্ত হল একটি নতুন অধ্যায়। যা তৈরি করল রেল আর আড়াই হাজার টন সিমেন্ট।

তেলেঙ্গানার একটি বেসরকারি সিমেন্ট সংস্থার ২ হাজার ৬২৪ টন সিমেন্ট হাজির হল একটি স্টেশনে। সফর করল ২ হাজার ৫০০ কিলোমিটার পথ। ৪১টি ওয়াগনে করে সিমেন্ট পৌঁছল সঠিক স্থানে।

কিন্তু এরমধ্যে নতুন কি? সারা দেশে প্রচুর পণ্যপরিবহন হচ্ছে পণ্যবাহী ট্রেনের হাত ধরে। এটি তারই একটি। অবশ্যই তা সঠিক। আবার এটাও ঠিক যে এটা একটা ইতিহাস রচনা করল। কেমন ইতিহাস?

এই প্রথম নাগাল্যান্ডে সিমেন্ট নিয়ে কোনও পণ্যবাহী ট্রেন পৌঁছল। স্বাধীনতার ৮০ বছরের দরজায় দাঁড়িয়েও নাগাল্যান্ডে এর আগে কখনও এভাবে পণ্যপরিবহন করা সম্ভব হয়নি রেলের মাধ্যমে। ফলে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে একটি নতুন মাইলফলকের ভাগীদার হল।

নাগাল্যান্ডের চুমুকেদিমা জেলার মোলভোম রেলওয়ে স্টেশনে এই সিমেন্ট পৌঁছয়। অসমের ধানসিঁড়ি ও নাগাল্যান্ডের কোহিমা জেলার জুবজা-র মধ্যে চলা লাইনের হাত ধরেই এই পণ্যবাহী ট্রেনটি সিমেন্ট পৌঁছে দিল।

যে কোনও জায়গার পরিকাঠামো উন্নয়ন অনেকটাই রেল যোগাযোগের ওপর নির্ভর করে থাকে। নাগাল্যান্ডে এই প্রথম সিমেন্ট পৌঁছে যাওয়া অবশ্যই সে রাজ্যের অর্থনীতিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে ও সেখানকার পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নেবে।

কারণ যে কোনও নির্মাণে সিমেন্ট আবশ্যিক। নাগাল্যান্ডে স্বাধীনতার এত বছর পরও রেল যোগাযোগ সেভাবে তৈরি না হওয়ার বড় কারণ সেখানকার দুর্গম এলাকা।

চারিদিকে পাহাড়, খাদ, জঙ্গলে ভরা নাগাল্যান্ডে রেল যোগাযোগ তৈরি করাই একটা চ্যালেঞ্জ। সেটাই এবার অনেকগুলি রেলব্রিজ, সুড়ঙ্গ, নদীর ওপর ব্রিজ এবং এমন নানা পরিকাঠামো তৈরি করে করে দেখাল রেল। দেশের পণ্যবাহী রেল মানচিত্রে যুক্ত হল ভারতের উত্তরপূর্ব প্রান্তের এক অন্যতম রাজ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *