National

বদলাচ্ছে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম, যোগ্য ব্যক্তির জন্য টিকিট নিশ্চিত করাই লক্ষ্য

ট্রেনের টিকিট এখন অনেকেই অনলাইনে কেটে থাকেন। সেই নিয়মে বদল আনছে ভারতীয় রেল। যাতে যোগ্য মানুষই টিকিট কাটার সুযোগ পান তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

Published by
News Desk

ট্রেনে যাত্রার নির্ধারিত দিনের ঠিক ২ মাস আগে টিকিট কাটার সুযোগ পান যাত্রীরা। অনেকেই অনলাইনে টিকিট কেটে থাকেন। আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট কাটেন।

কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যাত্রীরা অভিযোগ করেন অনলাইনে টিকিট বুকিং শুরুর কয়েক মিনিটের মধ্যেই টিকিট ফুরিয়ে যায়। এমনটা হওয়ার কথা নয়। তবে অনেক যাত্রীই অভিযোগ করেন একটু বেশি দেরি হলেই আরএসি বা ওয়েটিং লিস্ট-এ টিকিট কাটতে হয়।

২ মাস আগে থেকে টিকিট কেটেও নিশ্চিত টিকিট পান না তাঁরা। প্রশ্ন হল এত দ্রুত টিকিট শেষ হয় কীভাবে? এক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবার তাই নড়েচড়ে বসল ভারতীয় রেল।

ভারতীয় রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যোগ্য ব্যক্তি যাতে টিকিট বিক্রি শুরুর প্রথম ১৫ মিনিটে কোনওভাবে টিকিট কাটার সুযোগ থেকে বঞ্চিত না হন সেজন্য বিশেষ ব্যবস্থা শুরু করছে তারা। ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে।

যেখানে অনলাইনে রিজার্ভেশনের জন্য প্রথম ১৫ মিনিটে যাঁরাই চেষ্টা করবেন তাঁদের আধার অথেনটিকেশন আবশ্যিক হবে। এটা ছাড়া কেউ টিকিট কাটতেই পারবেননা।

ভারতীয় রেলের আশঙ্কা প্রথম ১৫ মিনিটে অনেকসময় কিছু ব্যক্তি অনৈতিকভাবে টিকিটগুলিকে এমনভাবে কর্নার করছেন যে যাঁদের প্রয়োজন তাঁরা টিকিট কাটতে গিয়ে পাচ্ছেন না।

এটা আর প্রথম ১৫ মিনিটে হবেনা। কারণ আধার অথেনটিকেশন আবশ্যিক। এই পদক্ষেপ অনেক সাধারণ মানুষের অনেক অভিযোগ মুছে দিতে পারবে বলেই মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk