রেল চালকের কেবিনে মাতাল, ছবি – সৌজন্যে – এক্স – @FreePressMP
শখ খুব বড় জিনিস। তাঁর সেদিন শখ হয়েছিল তিনি ট্রেন চালাবেন। ট্রেনটি তখনও স্টেশন ছাড়েনি। তবে যাত্রীরা অনেকেই উঠে পড়েছেন। অপেক্ষা করছেন কখন ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়তে দেরি হচ্ছে।
এদিকে তখন ট্রেনের সামনে থাকা লোকো পাইলটের কেবিনে অন্য এক নাটক চলছে। এক ব্যক্তি সেখানে চালকের আসনে বসে পড়েছেন। তিনি কখন যে সেখানে উঠে বসেছেন তা কারও নজরে পড়েনি।
এদিকে তিনি বেশ দাপটের সঙ্গেই জানিয়ে দিয়েছেন তিনিই আজ ট্রেন চালাবেন। ট্রেন চালানোর জন্য সামনে থাকা নানা রংয়ের সুইচগুলি টিপতেও শুরু করে দেন তিনি।
এদিকে আসলে ট্রেনের চালক যিনি তিনি ট্রেন চালাতে গিয়ে চমকে ওঠেন। তাঁর আসনে এক প্রৌঢ় বসে আছেন। তাঁকে উঠতে বললেও তিনি উঠতে রাজি নন। সাফ জানিয়ে দিয়েছেন তিনিই ট্রেনটি চালাবেন। অন্য কেউ নন।
ট্রেন ছাড়তে এত দেরি কেন তা দেখতে আবার সেই সময় বেশ কয়েকজন যাত্রী সেখানে উপস্থিত হন। তাঁরা যেই দেখেন অন্য এক ব্যক্তি ট্রেন চালানোর চেষ্টা করছেন, সঙ্গে সঙ্গে বাকি যাত্রীদের খবর দেন।
যাত্রীরা অনেকেই আতঙ্কে নেমে পড়েন ওই ট্রেন থেকে। ঘটনাটি ঘটেছে গোয়ালিয়র স্টেশনে। গোয়ালিয়র থেকে কৈলারস স্টেশনে যাত্রা করতে চলা এই মেমু ট্রেনটির চালকের আসনে অন্য কেউ। এটা শোনার পর বহু মানুষ ভিড় জমান। পুলিশে খবর যায়।
অবশেষে পুলিশ এসে ওই মদ্যপ ব্যক্তিকে জোর করেই চালকের আসন থেকে সরিয়ে নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতারও করা হয়। এদিকে এসবের জেরে ট্রেনটি ছাড়তে অনেকটা দেরি হয়ে যায়।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…