National

৬১১৫টি রেলস্টেশনে বিনামূল্যে ওয়াইফাই, যাত্রীরা কীভাবে পাবেন এই সুবিধা

দেশের ৬ হাজার ১১৫টি রেলস্টেশনেই এখন ওয়াইফাই সুবিধা দিচ্ছে ভারতীয় রেল। জানালেন রেলমন্ত্রী। কীভাবে যাত্রীরা এই সুবিধা পাবেন, কোন সংস্থা দিচ্ছে এই সুবিধা।

Published by
News Desk

ভারতীয় রেলের যাত্রীদের জন্য ইতিমধ্যেই দেশের ৬ হাজার ১১৫টি রেলস্টেশনে ওয়াইফাইয়ের সুবিধা দিচ্ছে ভারতীয় রেল। জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই সুবিধা বিনামূল্যেই উপভোগ করতে পারবেন যাত্রীরা।

এই সুবিধা কাজে লাগিয়ে যাত্রীরা এইচডি মানের ভিডিও দেখতে পারবেন। বিনোদনের নানা কিছু ডাউনলোড করতে পারবেন। অফিসের কাজ করতে পারবেন। সহজ কথায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বিনা খরচে।

এজন্য যাত্রীদের কয়েকটি পদক্ষেপ করতে হবে। ওয়াইফাই থাকা স্টেশনে তাঁদের মোবাইলের ওয়াইফাই মোড অন করে দিতে হবে। তারপর ‘রেলওয়্যার’ কানেক্ট করতে হবে।

এবার তাঁদের মোবাইল নম্বর চাইবে। এই নম্বরটা দিলে একটি এসএমএস ওটিপি আসবে। যেটা কাজে লাগিয়ে ওয়াইফাই অন হবে এবং যাত্রী বিনামূল্যে এই সুবিধা কাজে লাগাতে পারবেন।

ভারতীয় রেলে এই সুবিধা দিচ্ছে রেলমন্ত্রকের অধীন একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংস্থা রেলটেল। তাদের রেলওয়্যার ব্যান্ড কাজে লাগিয়ে এই সুবিধা প্রদান করছে রেলটেল।

দেশের টিয়ার ১ শহরগুলি যেমন কলকাতা, মুম্বই, নয়া দিল্লি, চেন্নাই, আমেদাবাদের মত শহরগুলি এই সুবিধা পাচ্ছে, তেমনই টিয়ার ১ ছাড়াও অনেকগুলি টিয়ার ২ এবং টিয়ার ৩ শহরের স্টেশনেও এই ওয়াইফাই সুবিধা দিচ্ছে রেল।

কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম-কে সফল করে তুলতে এই প্রয়াস বলে সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী। শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল ব্যবধান পূরণ করতেও এই উদ্যোগকে কাজে লাগাচ্ছে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk