কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভারতীয় রেলের স্টেশন, প্রতীকী ছবি
ভারত বলেই নয়, বিশ্বের যে প্রান্তেই যাওয়া যাক সেখানে প্রতিটি রেলস্টেশনের একটি করে নাম আছে। ভারতে মোট ৭ হাজার ১১২টির মত রেলস্টেশন রয়েছে। প্রতিটির একটি করে নাম রয়েছে। কেবল ১টি রেলস্টেশন বাদ দিয়ে।
এ স্টেশনের কোনও নাম নেই। স্টেশনের নাম যে হলুদ বোর্ডে লেখা থাকে সেটা কেবলই হলুদ এবং ফাঁকা। অথচ স্টেশনটিতে সারাদিনে ৬ বার ট্রেন থামে। যাত্রীরা ওঠানামাও করেন।
যাঁরা যাতায়াত করে অভ্যস্ত তাঁদের অসুবিধা হয়না। কিন্তু প্রথমবার এ স্টেশনে নামলে অনেকেই সমস্যায় পড়ে যান। তখন রেলকর্মী বা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেন আশপাশ সম্বন্ধে। কিন্তু এমন আজব কাণ্ড ঘটল কীভাবে? কেনই বা রেল কর্তৃপক্ষ এই স্টেশনের নামকরণ করছেনা?
এই স্টেশনটি কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গেই। বাঁকুড়া মশাগ্রাম লাইনেই রয়েছে এই নামহীন স্টেশন। যেখানে ট্রেনও থামছে। যাত্রীরাও ওঠানামা করছেন। রেলকর্মী, স্টেশনমাস্টারও রয়েছেন। কেবল নামটাই নেই।
২০০৮ সাল পর্যন্ত কিন্তু স্টেশনটির নাম ছিল। কিন্তু স্থানীয়রা ওই নাম নিয়ে রেল বোর্ডের কাছে অভিযোগ জানান। রাইনগর নাকি রায়না, স্টেশনের নাম কি হবে তা নিয়ে শুরু হয় স্থানীয়দের মধ্যে ঝগড়া। যা আদালত পর্যন্ত গড়ায়।
ফলে স্টেশনটি আপাতত নামহীন অবস্থায় রয়েছে। মামলা মিটলে তারপরই হয়তো এর নামকরণ হবে। তবে তার আগে ভারতের একমাত্র নামহীন রেলস্টেশন হয়ে রয়েছে বাঁকুড়া মশাগ্রাম রুটের এই সক্রিয় স্টেশনটি।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…