National

পশ্চিমবঙ্গের বড় প্রাপ্তি, রেলের ৪টি প্রকল্পে কেন্দ্রের সবুজ সংকেত, কটি হবে এ রাজ্যে

রেলের ক্ষেত্রে ১১১৬৯ কোটি টাকা খরচে ৪টি প্রকল্পে সবুজ সংকেত দিল কেন্দ্র। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও। অবশ্যই এ রাজ্যের জন্য বড় প্রাপ্তি।

রেলের ৪টি প্রকল্পে সবুজ সংকেত দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। এই ৪টি প্রকল্প রূপায়িত করতে খরচ হবে ১১ হাজার ১৬৯ কোটি টাকা।

এই ৪টি প্রকল্প রূপায়িত হলে তা যাত্রীদের জন্যই সুবিধার কারণ হবে। এই ৪টি যে প্রকল্প রূপায়িত হবে তার ১টি প্রকল্প হবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের জন্য অবশ্যই বড় প্রাপ্তি।

উত্তর দিনাজপুরের ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যে রেললাইন রয়েছে তাতে তৃতীয় ও চতুর্থ লাইন যোগ হতে চলেছে।

লাইন সম্প্রসারণ করা হবে ওই রুটে। যুক্ত হবে থার্ড ও ফোর্থ লাইন। যা ওই রুটে যাতায়াত ও পণ্য পরিবহণকে আরও সুগম করবে বলে মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের এই লাইন সম্প্রসারণ ছাড়াও আরও ৩টি প্রকল্প রয়েছে তালিকায়। যারমধ্যে রয়েছে মহারাষ্ট্রের ইতারসি ও নাগপুরের মধ্যে লাইনে চতুর্থ লাইন যুক্ত করা। মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর ও পারভানি লাইনকে ডবল নাইলে পর্যবসিত করা।

ঝাড়খণ্ডের ডাঙ্গোয়াপসি ও জারোলি রেললাইনে তৃতীয় ও চতুর্থ লাইন যুক্ত করা। এই ৪টি প্রকল্প রূপায়িত হলে ভারতের রেল মানচিত্রে আরও ৫৭৪ কিলোমিটার রেলপথ যুক্ত হবে।

এই লাইনগুলি তৈরি হয়ে গেলে দেশের ২ হাজার ৩০৯টি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এই লাইনগুলি পণ্যপরিবহনের জন্য বিখ্যাত। যে পথে কয়লা, জিপসাম, ফ্লাই অ্যাশ, কৃষিকাজে প্রয়োজনীয় জিনিসপত্র, পেট্রোলিয়াম সামগ্রি নিয়ে যাওয়া, নিয়ে আসা হয়। ফলে পণ্যপরিবহনও এই লাইন সম্প্রসারণের ফলে আরও দ্রুততা পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *