National

রাজধানী ও শতাব্দী এক্সপ্রেস লেট হলে নোটিফিকেশন দেবে রেল

Published by
News Desk

রাজধানী এক্সপ্রেস ও শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরা পেতে চলেছেন এক নতুন সুবিধা। এবার থেকে ট্রেন দেরিতে চললে তা প্যাসেঞ্জারদের এসএমএস করে জানানো হবে। তবে শুধু মাত্র ১ ঘণ্টা বা তার বেশি দেরিতে চলা ট্রেনের ক্ষেত্রেই এই নোটিফিকেশন আসবে। এতদিন শুধুমাত্র ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের বার্থ নিশ্চিত হলে তা এসএমএসের মাধ্যমে জানানো হত।

দেশের মাটিতে চলা ২৩ জোড়া রাজধানী এক্সপ্রেস ও ২৬ জোড়া শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে এই পরিষেবা দেবে রেল। পরিষেবার খরচও বহন করবে রেলই। এই সুবিধা পেতে গেলে রেলের রিজার্ভেশন স্লিপ পূরণের সময় যাত্রীকে নিজের মোবাইল নম্বর দিতে হবে।

Share
Published by
News Desk