National

ইতিহাস লেখার দরজায় ভারতের রেল মানচিত্র, রেলপথে জুড়ে যাচ্ছে এই রাজধানী শহর

ফের এক ইতিহাস রচনার দরজায় দাঁড়িয়ে ভারতীয় রেল। বাকি কেবল আনুষ্ঠানিক সূচনা। তারপরই দেশের একটি রাজধানী শহর রেলপথে জুড়ে যাবে গোটা দেশের সঙ্গে।

যদিও একটি রাজ্যের রাজধানী শহর, তবু এখনও তার সঙ্গে রেলপথে দেশের কোনও যোগাযোগ নেই। এই আক্ষেপ এবার মিটতে চলেছে। রেললাইন পাতা হয়ে গেছে। ট্রেন ছোটার জন্য তৈরি। কেবল দরকার আনুষ্ঠানিক উদ্বোধন।

এই উদ্বোধনটা হয়ে গেলেই গোটা দেশের সঙ্গে রেলপথে যুক্ত হয়ে যাবে উত্তরপূর্ব ভারতের অন্যতম এই শহর। এই ঐতিহাসিক উদ্বোধনের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকেই উদ্বোধন করার অনুরোধ জানিয়ে এসেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যদি তাঁর সময় বার করতে পারেন তাহলে তিনিও চান এই উদ্বোধনে শামিল হতে।

মিজোরামের রাজধানী শহর আইজল। এই আইজল শহর কিন্তু এখনও ভারতীয় রেলপথের সঙ্গে যুক্ত নয়। বৈরবি-সাইরাং রেললাইনের মাধ্যমে আইজলকে অবশেষে জুড়ে দেওয়া হয়েছে ভারতের সঙ্গে।

সেই ঐতিহাসিক রেলপথ এখন উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে। একবার উদ্বোধন হয়ে গেলেই আইজল থেকে সরাসরি রেলপথে ভারতের যে কোনও স্থানে পৌঁছনো সম্ভব হবে। ৫১.৩৮ কিলোমিটার এই রেলপথ তৈরি হয়ে গেছে।

কঠিন কাজ ছিল নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল-এর জন্য। কারণ দুর্গম পথ। তবে সেই দুর্গমতাকে জয় করে রেললাইন পাতা হয়ে গেছে। রেল ছুটতে শুরু করল বলে।

এই রেলপথ চালু হয়ে যাওয়া মানে উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাকি ভারতের যেমন অর্থনৈতিক, বাণিজ্যিক সংযোগ অনেকটাই বেড়ে যাবে, তেমনই উত্তরপূর্ব ভারতে পর্যটন অনেকটাই গতি পাবে।

এর আগে অসম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের রাজধানী শহরের সঙ্গে রেলপথে যুক্ত হয়েছিল বাকি ভারত। এবার আইজলও সেই মানচিত্রে জায়গা করে নিতে চলেছে।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল-এর তরফে এও জানানো হয়েছে যে এই রেলপথ শুরু হয়ে গেলে তারা মায়ানমার সীমান্ত পর্যন্ত রেলপথ প্রসারিত করতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *