যাত্রীদের সুরক্ষিত রাখতে এবার ট্রেনের কামরায় হবে অন্য নজরদারি
ট্রেনে যাত্রাকালে ডাকাতি বা ছিনতাই বা অন্য ধরনের অপরাধমূলক কাজের সম্মুখীন হতে হয় যাত্রীদের। সেসব থেকে তাঁদের সুরক্ষায় এবার অন্য নজরদারির পথে হাঁটল রেল।

যাত্রীরা এবার ট্রেন সফরে আরও বেশি সুরক্ষিত অনুভব করতে পারবেন। ট্রেনে ডাকাতি, চুরি বা অন্য কোনও অপরাধমূলক কাজ যাতে না হতে পারে সেজন্য প্রতিটি কামরায় সর্বদা কড়া নজরদারির ব্যবস্থার পথে হাঁটল রেল।
দেশের ৭৪ হাজার কামরাই এই বিশেষ নজরদারির আওতায় আসবে। এছাড়া ১৫ হাজার লোকোমোটিভ অর্থাৎ রেলের ইঞ্জিনও এই নজরদারির মধ্যে থাকবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা ৭৪ হাজার রেল কামরায় সিসিটিভি লাগানোয় ছাড়পত্র দিয়েছেন। স্থির হয়েছে প্রতিটি কামরায় ৪টি করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। ২টি ক্যামেরা বসবে ২ দিকের গেটে। অন্যদিকে রেলের ইঞ্জিনগুলিতে ৬টি করে ক্যামেরা লাগানো হবে।
কামরায় যাত্রীদের সুরক্ষা এতে আরও অনেক বেশি সুনিশ্চিত করা সম্ভব বলেই মনে করা হচ্ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরাও।
উত্তর রেলওয়েয় পরীক্ষামূলক ভাবে এই সিসিটিভি রেলের বিভিন্ন কামরায় বসানো হয়েছিল। যা সফল হয়েছে। ফলে এবার দেশের ৭৪ হাজার রেল কামরার প্রতিটিতেই বসতে চলেছে সিসিটিভি ক্যামেরা।
রেলমন্ত্রী রেল আধিকারিকদের আরও জানিয়ে দিয়েছেন সিসিটিভি ক্যামেরাগুলি এতটাই শক্তিশালী হওয়া প্রয়োজন যে ট্রেন যদি ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বা তার চেয়েও বেশি গতিতে ছোটে তাহলেও যেন সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট করে ছবি দেখতে পাওয়া যায়।
এমনকি আলো কম থাকলেও যেন সিসিটিভিগুলি উচ্চমানের ছবি তুলতে সক্ষম হয় সেদিকে বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। অবশ্যই এই উদ্যোগ রেলে যাত্রী সুরক্ষায় এক অন্যতম পদক্ষেপ হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা